স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ফুটবলে নান্দনিকতার ছোঁয়া বরাবরই দিয়েছে স্পেন। চলমান ইউরো চ্যাম্পিয়নশিপেও সেই ধারা ধরে রেখেছে দলটি। নিজেদের সৌন্দর্য্যময় ফুটবলের পাশাপাশি ফলাফলটাও পক্ষে রাখছে। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে টানা জয়ের মধ্যে আছে। এমন দারুণ ছন্দে থাকা দলটি এবার সেমি ফাইনালের মঞ্চে।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় সেমি ফাইনাল খেলতে নামছে স্পেন। বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। তবে ফরাসিদের তুলনায় ভালো পারফরম্যান্স উপহার দিচ্ছে স্প্যানিশরা। সেই ধারা ধরে রেখে ফাইনালে পা রাখতে চায় দলটি। কোচ ফুয়েন্তে জানিয়েছেন, দর্শনীয় ফুটবল উপহার দিতে চান। তবে সেই সাথে জয়টাও মূখ্য। দিনশেষে ফলাফলই আসল বিষয়। যার জন্য সুন্দর ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি জয়টাও ছিনিয়ে নিতে চান তিনি।
ফুয়েন্তে জানিয়েছেন, ‘স্পেন সবসময়ই দর্শনীয় ফুটবল খেলে, অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমাদের ডিএনএ’তেই আছে। তবে দিনশেষে জয়ই গুরুত্বপূর্ণ। আমরা সুন্দর ফুটবল খেলতে চাই, পাশাপাশি বাস্তবতাও মানতে চাই। আকর্ষণীয়ভাবে খেলেই আমরা ফল বের করে আনতে চাই। তবে টুর্নামেন্টের এই পর্যায়ে এসে, ফলাফলই মূখ্য। কারণ শেষ পর্যন্ত এটা দিয়েই সাফল্যের বিচার করা হবে এবং মূল্যায়ন করা হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post