স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সিরিজ বিশ্বকে চমকে দিয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। তরুণ এই পেসার ১৫০’র বেশি গতিতে প্রায় নিয়মিতই বলছেন। কখনো কখনো ১৫২ও ছাড়িয়ে যাচ্ছে বলের গতি। ধারাভাষ্যকার থেকে শুরু করে সাধারণ ক্রিকেট প্রেমী সবার প্রশংসায় ভাসছেন নাহিদ রানা। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোতে বড় অবদান আছে এই পেসারের।
সামনে এবার ভারত সিরিজ। এরই মধ্যে নাহিদ রানা শুরু করেছেন ভারত সিরিজের প্রস্তুুতি। স্বাগতিকদের বিপক্ষেও ভালো করার প্রত্যাশা তরুণ এই পেসারের। জানিয়েছেন এখনো তার সেরাটা দেওয়ার বাকি আছে। মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেন, ‘আজকে অনুশীলন করলাম। প্রস্তুতিও ভালো আছে। প্রস্তুতি যত ভালো হবে ম্যাচের মধ্যে ভালো করার সম্ভাবনা তত ভালো হবে। ভারত তো অবশ্যই ভালো দল। দুই দলের মধ্যে যে ক্রিকেটটা ভালো খেলবে তারাই জিতবে। তখন দেখা যাবে ম্যাচের মধ্যেই। টার্গেট তো আছে। দলকে এখনো আমার সেরাটা দেওয়া বাকি রয়েছে। দিবো সামনে।’
তরুণ এই পেসার কাউকে সেভাবে ফলো করেন না। নিজের মতো করে চলতে চাইছেন তিনি। বলেন, ‘সত্যি কথা বলতে, আমার সেভাবে কাউকে অনুসরণ করা হয় না। বাংলাদেশের সব পেস বোলারদের ভালো লাগে। কারণ, তাদের সবার খেলা দেখেই বড় হয়েছি। সে রকম কেউ একজন নয়। বাংলাদেশের সবার খেলাই ভালো লাগে। ওনাদের খেলা দেখে বড় হয়েছি। সবার বোলিংই ভালো লাগে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০