স্পোর্টস ডেস্কঃ আউট হয়ে গেলেন শামিম হোসেনও। তাতে বড় বিপদে পড়ল বাংলাদেশ। উইকেটে শেষ স্বীকৃত ব্যাটার তাওহিদ হৃদয়। ম্যাচ জিততে এখনও ৭৭ রান লাগে বাংলাদেশের। ৪২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা হৃদয় ৬৮ রান করেছেন। তার সঙ্গী নাসুম আহমেদ।
এর আগে মেহেদি হাসান মিরাজ ২৯ বলে চারটি চারে ২৮ রান করে আউট হয়েছেন। মোহাম্মদ নাঈম শেখ ৪৬ বলে ২১ রান করে দৃষ্টিকুটভাবে ক্যাচ দিয়েছেন। এরপর সাকিব আল হাসানও টিকতে পারেন নি। বাংলাদেশ অধিনায়ক ফিরেছেন ৩ রান করে।
এই ম্যাচেও বড় ইনিংস খেলতে পারেন নি লিটন। স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন ১৫ রান। মুশফিক ৪৮ বলে ২৯ রান করেছেন। শামিম আউট হয়েছেন ৫ রান করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০