দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেরার পুরস্কার জিতলেন এডওয়ার্ডস

0
17

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামাল নেদারল্যান্ডস। মঙ্গলবার প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে তারা। ধর্মশালায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪৩ ওভারে ২৪৫ রান করে বাছাই পর্ব পেরিয়ে আসা দলটি। ৬৯ বলে এক ছক্কা ও ১০ চারে অপরাজিত ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন স্কট এডওয়ার্ডস। দারুণ ইনিংস খেলার পথে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন এই ব্যাটার।

রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে আসরে অপরাজিত দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তাদের ইনিংস গুঁটিয়ে গেছে ২০৭ রানে। নেদারল্যান্ডস ম্যাচ জিতেছে ৩৮ রানে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রানে জেতে টেম্বা বাভুমার দল। পরের ম্যাচেও শতরানের জয় পায় তারা। সাবেক রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় ১৩৪ রানে। সেই দলকে আজ নাকানিচুবানি খাইয়েছে নেদারল্যান্ডস।

নেদারল‍্যান্ডস চলতি বিশ্বকাপে তাদের প্রথম পেয়েছে আজ। সব মিলিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টে তৃতীয় জয় তাদের। এর আগে ২০০৩ আসরে নামিবিয়া ও ২০০৭ আসরে স্কটল্যান্ডকে হারিয়েছিল তারা। বৃষ্টির হানায় ম্যাচের দৈর্ঘ্য কমে ৪৩ ওভারে নেমে আসে। টস হেরে আগে ব্যাটিং করতে নামা নেদারল্যান্ডস ৮২ রানে ৫ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৪৫ রান তোলে। এডওয়ার্ডসের হার না মানা ইনিংসে এই পুঁজি পায়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here