স্পোর্টস ডেস্ক: অবশেষে ড্রয়ের বৃত্ত ভেঙে বেরিয়েছে স্পানিশ জায়ান্টা রিয়াল মাদ্রিদ। রিয়াল বেটিসের বিপক্ষে দলীয় নৈপুণ্যে জয় পেয়েছে মাদ্রিদের অভিজাত ক্লাবটি।
রিয়াল বেটিসকে ৬-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে গোল করেন ৫ জন খেলোয়াড়। ইস্কো করেন ২ টি গোল।
খেলার প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে প্রথম গোল করেন ভারান ৪ মিনিটের সময়, তারপর একে একে বেনজেমা ৩১ মিনিটে, মারসেলো ৩৯ মিনিেট এবং প্রথমার্ধের শেষ মূর্হতে ইস্কো গোল করে স্কোরলাইন ৪-০ করেন।
বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে গোল হজম করে মাদ্রিদ, বেটিসের হয়ে একমাত্র গোল করেন সিজেডো।
৬২ মিনিটে দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদে করেন ইস্কো। আর সবশেষে ৭৮ মিনিটে গোলের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪