দলের উপর প্রভাব না পড়লে অসুবিধা নেই, সাকিব-তামিম নিয়ে হাথুরু

0
49

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলে বড় আলোচনার কেন্দ্রে এখন সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব। দুই তারকা ক্রিকেটারের মাঝে যে দূরত্ব, সেটা প্রকাশ্যে এনেছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন দুজনের ভালো সম্পর্ক না থাকার কথা এবং কথা বন্ধ যে সেটা।

এরপর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, এইসব বিষয় মাঠের খেলায় কোনো প্রভাব পড়বে না। সাকিবের সাথে যে ভালো সম্পর্ক নেই, সেটা অস্বীকার করেননি তিনি। কিন্তু এক সময়ের দুই প্রিয় বন্ধুর মাঝে দূরত্ব যে আছে, সেটাকে খেলায় আনতে চান না তিনি।

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হচ্ছে। সিরিজ শুরুর একদিন আগে সংবাদ সম্মেলনে এসে এই বিষয় নিয়ে কথা বলতে হয়েছে নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও। হাথুরু জানিয়েছেন, দুজনের সম্পর্ক যাই হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত খেলায় এর প্রভাব পড়ছে, তার কোনো সমস্যা নেই। এর বাইরে এই নিয়ে সিরিজ চলাকালীন এরকম প্রশ্নের কোনো উত্তর দিতে চান না তিনি আর।

হাথুরুসিংহে বলেন, ‘আমি মাত্র ৭ দিন ধরে এখানে আছি। আমি এমন ড্রেসিং রুম ও দলে ছিলাম, সবার যেখানে সবার সাথে মিলতো না। তবে তারা এগিয়ে এসেছে, দল হিসেবে খেলেছে। জাতীয় দলের খেলায় এমনটাই প্রত্যাশা করবেন আপনি। আপনাকে অনেক ভালো বন্ধু হয়ে ডিনারে যাওয়ার প্রয়োজন নেই। যতক্ষণ না পর্যন্ত পারফম্যান্সে প্রভাব পড়ছে, আমি কোনো সমস্যা দেখছি না।’

৫৪ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। এটা কি সিরিজ সম্পর্কিত প্রশ্ন! না। এটা আদর্শ সময় না। এখন আদর্শ সময় হচ্ছে সিরিজ নিয়ে প্রশ্ন করা।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here