নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল। শুরুর বিপর্যয় সামলে এখন বেশ ভালো অবস্থানে আছে টাইগাররা। যার কারিগর মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। যদিও আউট হয়ে গেছেন শান্ত।
ইনিংসের ২২তম ওভারের একেবারে শেষ বলে এসে দলীয় একশ রান পার করে বাংলাদেশ দল। অথচ ইনিংসের শুরুটা ছিল একেবারে বাজে। ইনিংসের প্রথম ওভারেই দলীয় এক রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার লিটন দাস। টানা দ্বিতীয় ম্যাচে ডাক মেরেছেন তিনি। আর সেই দুই ম্যাচেই আউট হয়েছেন স্যাম কারানের বলে। এই সিরিজে পুরোপুরি ব্যর্থ লিটন। যথাক্রমে ৭, ০, ০ রান করেছেন।
ভালো শুরু পেয়েও সুবিধা করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে দলীয় ১৭ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন ঘরের ছেলে। স্যাম কারানের দ্বিতীয় শিকার হয়েই ড্রেসিং রুমের পথ ধরেন তিনি। ৬ বলে ১ বাউন্ডারিতে করে যান ১১ রান।
এরপরই ইনিংসের হাল ধরেন শান্ত ও মুশফিক। পাওয়ার প্লে’তে দুই উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান আসে দলের। ১০ ওভার বা ৬০ বলের মধ্যে ৪৩টিই ডট খেলে বাংলাদেশ। তবে দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই বেশ ভালোভাবে এগিয়ে চলছিল বাংলাদেশ। তাদের জুটি যখন একশ রানের কাছাকাছি, তখন ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান শান্ত। ২৫তম ওভারের তৃতীয় বলে দলীয় ১১৫ আর জুটির রান ৯৭’র সময় আউট হন এই বাঁহাতি।
তবে এর আগে ব্যক্তিগতভাবে ফিফটি হাঁকিয়েছেন শান্ত। এই সিরিজে ও ওয়ানডে ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে তিনি ফেরেন ৫৩ রানে। ৭১ বলে ৫ বাউন্ডারিতে সাজান নিজের ইনিংস। শান্তর বিদায়ে উইকেটে এখন এসেছেন সাকিব আল হাসান। এদিকে ব্যক্তিগতভাবে ফিফটি হাঁকিয়েছেন মুশফিকুর রহিমও। ওয়ানডেতে নিজের ৪৩তম ফিফটি পূরণ করেন রান খরায় ভুগতে থাকা এই ডানহাতি। ৭ ম্যাচ আর ৭ মাস পর ওয়ানডেতে ফিফটি পেলেন মিস্টার ডিপেন্ডেবল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৭ রান। মুশফিক ৫৭ ও সাকিব ৩ রানে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post