নিজস্ব প্রতিবেদক, ইডেন গার্ডেন্স,কলকাতা থেকে:: বাংলাদেশ অধিনায়ক সাকিব ঢাকায় গিয়েছেন, কলকাতায় ফিরেছেনও। বৃহস্পতিবার রাতে টিম হোটেলে ফিরে সতীর্থদের সাথে ডিনার করেছেন। কিন্তুু মাঝের দু’দিন দেশের ক্রিকেটে আলোচনা ছিলো তার এই ঢাকা যাওয়াকে কেন্দ্র করে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব ব্যাটিং অনুশীলন করেছেন। দু’দিন। সাউথ আফ্রিকার বিপক্ষে বড় হারের পর হঠাৎ অধিনায়কের ঢাকায় যাওয়া নিয়ে বেশ সমালোচনা হয়েছে। এবার নেদারল্যান্ডস ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পেসার তাসকিন আহমদ কথা বলেছেন সাকিব ইস্যুতে।
পেসার তাসকিন জানিয়েছেন, সাকিব দলের প্রয়োজনেই ঢাকায় গিয়ে ছিলেন। দলের জন্য তার ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং নিয়ে কাজ করতেই তিনি গিয়ে ছিলেন। সেখানে কোনো নিয়ম ভঙ্গ হয়নি। কোচ এবং টিম ম্যানেজম্যান্টের অনুমতি নিয়েই তিনি গিয়েছেন।
সংবাদস সম্মলেন তাসকিন বলেন, এটা (সাকিবের অনুপস্থিতি) খুব বেশি প্রভাব পড়েনি। সে যখন ফিরে এসেছে আমরা দলের সবাই খুব ভালো সময় কাটিয়েছি। আসলে সে নিজের কিছু উন্নতির জন্য গিয়েছিল। ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী ভালো করছিল না। এজন্য নির্দিষ্ট কিছু অনুশীলনের জন্য গিয়েছিল যে আমাদের দলের জন্য ভালো কিছু করতে পারেন। আমি মনে করি, আমাদের এটাকে এপ্রিসিয়েসট করা উচিত। সে আমাদের ম্যানেজমেন্ট বিসিবির সঙ্গে কথা বলেছে এবং তারপর গিয়েছে। সেদিন আমাদের রেস্ট ডেও ছিল। অফিসিয়াল অনুশীলনে সে কিন্তু দলের সঙ্গেই আছেন। আমি মনে করি আমাদের এটাকে আরো এপ্রিসিয়েট করা উচিত। আমাদের কোনো প্রবলেম নেই। এটা আমাদের কোনো প্রভাব রাখেনি।
ক্রিকেটের প্রয়োজনেই অনুমতি নিয়ে সাকিব গিয়ে ছিলেন জানিয়ে তাসকিন বলেন, ‘আসলে ধরেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে সে যখন কথা বলেছে, তার ব্যাটিং নিয়ে একটা কিছু অনুশীলন করা দরকার। আবার সেই দিনটা বিশ্রামের দিনও ছিল। কলকাতা থেকে কাছে ছিল। এজন্য আসলে সে গিয়েছে। সে তো আসলে অন্য কোনো পারপাসে যায়নি। ক্রিকেট রিলেটেড পারপাসে গিয়েছিল। কোচ আর ম্যানেজমেন্ট যখন বলেছে ওকে ফাইন। তখন সে গেছে। কোনো কিছু আসলে রুল ব্রেক করে যায়নি। পারমিসন নিয়ে গেছে। গিয়ে কিন্তু চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছে। পরের দিনেই আবার প্র্যাকটিস করে চলে এসেছে। এটা আসলে আমরা প্লেয়াররা, টিম মেটটরা অ্যাপ্রিসিয়েট করছি যে রেস্ট ডে তে সে গিয়ে ব্যাটিং করছে। তার ব্যাটিংটা আমাদের দলের জন্য এতোটা গুরুত্বপূর্ণ, সেও মরিয়া যে কিভাবে ভালো করা যায়। তার আসার পর আমাদের দলের সবাই একটা ডিনার করেছি। একটা ভালো টাইম কাটিয়েছি। আশা করছি সামনে নতুন কিছু শুরু করবো ভালো কিছু করে। চারটা ম্যাচ আছে এই চারটা ম্যাচও যদি ভালো খেলতে পারি তাহলে ভিন্ন কিছু হতে পারে। এখন আসলে কাকের ম্যাচটাই মেইন ফোকাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post