নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা। রোববার ভারত থেকে ফ্লাইট বিলম্বিত হওয়ায় সকাল পৌনে ১০টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।
এদিকে বিদেশি কোচিং স্টাফের একজন ছাড়া ঢাকায় ফিরেছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররাও। দেশে ফিরে অবশ্য কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন তারা। তবে আগামী ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
বাংলাদেশ দলের কোচিং স্টাফের বেশির ভাগ সদস্য ভারত থেকেই যাঁর যাঁর দেশে ফিরে গেছেন। দলের সঙ্গে ঢাকা ফিরেছেন শুধু প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট সিরিজ। শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসছে তাসমান সাগরপাড়ের দেশ- নিউজিল্যান্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের প্রথম সিরিজ এটি। ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষ করে ডিসেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্ল্যাক ক্যাপসের ঢেরায় যাওয়ার কথা রয়েছে টাইগারদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০