স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের সঙ্গে এশিয়া কাপে যাচ্ছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। নতুন টেকনিক্যাল পরামর্শক সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে দেওয়া হয়েছে এশিয়া কাপ দলের দায়িত্ব। অস্ট্রেলিয়া দলের সাবেক এই সহকারী কোচই এশিয়া কাপে বাংলাদেশ দলের কােচের দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। বেশ কয়েক দিন থেকে রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছিলো। অবশেষে টি-২০ ফরম্যাট দিয়ে সেই পথে এগুলো ক্রিকেট বোর্ড।
আগামি ২৭ আগস্ট থেকে দুবাইয়ে শুরু হবে এশিয়া কাপ টি-২০। শেষ হবে ১১ সেপ্টেম্বর। বাংলাদেশ দল আগামিকালই দেশ ছাড়বে এশিয়া কাপের উদ্দেশ্যে। দলের সঙ্গে তাই যাওয়া হচ্ছে না প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর। আলোচিত-সমালোচিত এই কোচকে অবশেষে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বাদ দেওয়ার পথে গেলো বোর্ড।
টি-২০ দলের পারফরম্যান্স সন্তুুুষ্ট জনক নয়। তার সঙ্গে ক্রিকেটারদের সঙ্গে ডোমিঙ্গোর দূরত্ব তৈরি হয়েছে। দলের বাজে পারফরম্যান্সের কারণে বেশ কয়েক দিন থেকে তিনি আলোচিত ছিলেন। তবে বোর্ড সব সময়ই এই প্রোটিয়া কোচের পাশে ছিলো। অবশেষে তার সঙ্গ ছাড়তে যাচ্ছে ক্রিকেট বোর্ড।
চুক্তির বাধ্যবাধকতায় রাসেল ডোমিঙ্গোকে ছাঁটাইয়ের সুযোগ নেই ক্রিকেট বোর্ডের। অন্তত আগামি নভেম্বর পর্যন্ত এই কোচকে চাকরিতে রাখতে হবে বোর্ডকে। এরপরই চুক্তির শর্ত অনুযায়ী চুক্তি বাতিল করা যাবে। তাই নভেম্বর পর্যন্ত অনেকটা বেকারই থাকবেন ডোমিঙ্গো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০