স্পোর্টস ডেস্কঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রানের রেকর্ড গড়ে ফের জাতীয় দলে ফিরেছেন এনামুল হক বিজয়। উইন্ডিজ সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন। তবে এর পাশাপাশি শেষ মূহুর্তে টেস্ট দলেও ডাক পেয়েছেন। মূলত ইয়াসির আলি রাব্বি ইনজুরিতে পড়ায়, টেস্ট দলেও ডাক পেয়েছেন বিজয়।
শেষ মূহুর্তে ডাক পাওয়ায়, সিরিজের প্রথম টেস্টের একাদশে বিবেচ্য হওয়ার কোনো সুযোগ ছিল না বিজয়ের। কেননা দেশে ছিলেন তিনি। অবশেষে ক্যারিবিয়ান দ্বীপে পৌঁছাতে পেরেছেন বিজয়। বাংলাদেশ যেদিন উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ মাঠে নেমেছিল অর্থাৎ, রোববার পৌঁছান ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।
দলের সাথে যোগ দেওয়ার কথা নিজে জানিয়েছেন এই তারকা ক্রিকেটার। একইসাথে জানিয়েছেন সুযোগ পেলে দ্বিতীয় টেস্ট দিয়েই নিজের প্রত্যাবর্তন করতে চান তিনি। খেলার জন্য প্রস্তুত আছেন তিনি। নিজের সর্বোচ্চটাই দিবেন মাঠে।
উইন্ডিজ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বিজয় বলেন, ‘দলের সাথে যোগ দিয়েছি। অনেক দিন পর টেস্ট দলের সাথে যুক্ত হয়ে ভালো লাগছে। সামনে দ্বিতীয় টেস্টের জন্য আরও চার-পাঁচ দিন আছে। চেষ্টা করব ভালোভাবে অনুশীলন করে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য। যদি সুযোগ আসে, অবশ্যই চেষ্টা করব ভালো খেলার। অনেক দিন পর আসলাম, খুবই ভালো লাগছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা