স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জয়ের পর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৮ রানের হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। বড় জয়ে ভারত টিকে রইল সিরিজে। বড় হারের পর দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে। দলের তারকা ব্যাটসম্যান অ্যাইডেন মার্করাম সিরিজের বাকী ম্যাচে খেলতে পারবেন না।
মার্করাম বাদ গেলেও ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন কুইন্টন ডি কক। এই বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সংস্থাটি জানায়, ‘উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি’কক কব্জির চোট থেকে ঠিক হয়ে উঠছেন এবং তিনি উন্নতি করেছেন। প্রোটিয়া মেডিকেল কর্মীরা তার অগ্রগতি মূল্যায়ন চালিয়ে যাচ্ছে এবং চতুর্থ ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ম্যাচ রাজকোটে, শুক্রবার। সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ১৭ জুন রাজকোটে এবং ১৯ জুন বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সিরিজের পরের দুটি ম্যাচ।