স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ আড়াই বছর পর একাদশে ফিরেছেন তাইজুল ইসলাম। অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছেন তিনি। দুর্দান্ত বোলিং করা এই স্পিনারে দারুণ শুরু পেয়েছে সফরকারী বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নামা উইন্ডিজদের লাগাম শুরুতেই টেনে ধরেছেন এই স্পিনার। এরই মধ্যে তিন উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৫.৩ ওভারে ১৬ রানে তিন উইকেট।
তাইজুলের জোড়া উইকেট শিকারের পর ফর্ম নিয়ে আলোচনায় থাকা মুস্তাফিজুর রহমানও পেয়েছেন উইকেটের দেখা। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই দলীয় ৯ রানের মাথায় ব্রেন্ডন কিংকে দিয়ে শিকার শুরু করেন তাইজুল। এই ওপেনার ৯ বলে করেন ৮ রান।
ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলেই জোড়া উইকেট শিকার করেন তাইজুল। দলীয় ১৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। সোহানের হাতবন্দী করান ওপেনার শাই হোপকে। ১৫ বলে ২ রান করে এই ব্যাটার।
এরপরই মুস্তাফিজ শিকার করেন দলের তৃতীয় উইকেট। ষষ্ট ওভারের তৃতীয় বলে দলীয় ১৬ রানেই সাজঘরে ফেরান সামারাহ ব্রুকসকে। কাটার মাস্টারের এলবিডাব্লিউ’র ফাঁদে পড়ার আগে তিনি ৮ বলে ৪ রান করেন।
সিরিজের তৃ্তীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে উইন্ডিজ ও বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে স্বাগতিক অধিনায়ক নিকোলাস পুরানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তামিম ইকবাল।
যেখানে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দুই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আগে ব্যাট করতে নামতে হচ্ছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন উইন্ডিজকে।
এই ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে এসেছেন তাইজুল ইসলাম। প্রায় আড়াই বছর পর ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। পুরোপুরি স্পিন নির্ভর বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ দল। একাদশে কেবল এক পেসার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০