নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ দিন পর ব্যাট হাতে মাঠে নেমেছিলেন এনামুল হক বিজয়। দলের দুই উইকেট পতনের পর মাঠে নেমে ব্যাট হাতে ২৩ রান করে ফিরেন প্যাভেলিয়নে। ৩৩ বলের ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। সেন্ট লুসিয়া টেস্টের আগে তাকে উড়িয়ে নেওয়া হয় উইন্ডিজে।
টেস্ট দলে ফিরেই অভিনব এক ‘রেকর্ড’ গড়লেন এনামুল হক বিজয়। বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি দিন পর দলে ফেরার ‘রেকর্ড’ করেছেন। দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে ফিরেছেন তিনি। তার আগে এই ‘রেকর্ড’টি ছিলো বর্তমান কোচ নাজমুল হোসেনের। তিনি দলে ফিরে ছিলেন ৭ বছর।
সাবেক পেসার নাজমুলের টেস্টে অভিষেক হয় ২০০৪ সালের ১৭ ডিসেম্বর। এরপরই বাদ পড়েন দল থেকে। মাত্র এক ম্যাচ খেলেই বাদ পড়েন। দলে ফিরতে এরপর লেগে যায় ৭ বছর। যেদিন অভিষেক হয়েছিলো, টিক সেই দিন ২০১১ সালের ১৭ ডিনসেম্বর আবারো সাদা পোশাকে মাঠে নামেন তিনি।
তবে বিজয় অবশ্য নাজমুলের মতো মাত্র এক ম্যাচ খেলেই বাদ পড়েননি। তিনি অভিষেকের পর আরো তিন ম্যাচ খেলেই বাদ পড়েন। সেই উইন্ডিজে ২০০৮ সালে তার টেস্ট ক্যারিয়ার থেমে গিয়েছিলো, অনেকের কাছেই তার টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটেছিলো, সেই উইন্ডিজেই তিনি আবারো শুরু করলেন। যেনো নতুন রূপে শুরু বিজয়ের। দীর্ঘ আট বছর পর ক্যারিবিয়ান দ্বীপেই সাদা পোশাকে আরেকবার সুযোগ পেলেন তিনি। নতুন করা এই শুরুটা কাজে লাগাতেই পারলেই, সমর্থকদের প্রত্যাশা পূরণ করলেই হয়তো মিলবে টিকে থাকার টিকিট।
২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর স্বাগতিক ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া টেস্টে সবশেষ খেলে ছিলেন বিজয়। এরপর কেটে গেছে দীর্ঘ আট বছর। ২০২২ সালের ২৪ জুন শুরু হওয়া টেস্টে তিনি আবারো ফিরলেন একাদশে, সেই উইন্ডিজেই। তার সব শেষ ম্যাচটি বাংলাদেশ হেরেছিলো ২৯৬ রানের বড় ব্যবধানে।
ওই ম্যাচটিতে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৯ বলে ৯ রান ও দ্বিতীয় ইনিংসে ৮ বলেও কোনো রানের দেখা পাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩৮০ রান করেছিলো। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ১৬১ রানে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২৬৯ রান করে। বড় টার্গেটে খেলতে নামা বাংলাদেশ ১৯২রােই গুটিয়ে যায়।
তার আগের বছর ২০১৩৬ সালের ৮ মার্চ সাদা পোশাকে অভিষেক হয় বিজয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে গলে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পা রেখে ছিলেন তিনি। এরপর মাত্র তিন ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন। এবার যেনো আর তাকে পেছনে ফিরে থাকাতে না হয়, ব্যাট হাতে রানের পর রান করে যেনো এগিয়ে যান সামনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০