স্পোর্টস ডেস্কঃ আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইনজুরিতে পড়া শাহিন শাহ আফ্রিদি পুরো সিরিজ জুড়েই মাঠের বাইরে থাকছেন। তাঁকে রাখা হয় নি দলে।
দল থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার ফাওয়াদ আলম, পেসার হাসান আলি ও লেগ-স্পিনার ইয়াসির শাহ। রহস্যময় স্পিনার আবরার আহমেদ ও পেস বোলার মোহাম্মদ আলী প্রথম-শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের জন্য প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ৩ ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১ ডিসেম্বর রাওয়ালপিন্ডি শুরু হবে প্রথম ম্যাচ। মুলতানে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ ডিসেম্বর। করাচিতে শেষ টেস্ট শুরু ১৭ ডিসেম্বর।
পাকিস্তান দল-
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আজহার আলী, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমাম উল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নোমান আলী, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শান মাসুদ এবং জাহিদ মেহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০