স্পোর্টস ডেস্কঃ এক সময় দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা ছিলেন নাসির হোসেন। এই অলরাউন্ডার ইনজুরি, ফর্মহীনতা আর বিতর্কিত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে জাতীয় দলের বাইরে চলে যান। তবে সব ছাপিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন এবং পারফর্মও করেছেন।
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফর্ম করে আলোচনায় আসেন জোরেশোরে। ১২ ম্যাচ খেলে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে ১৬ উইকেট শিকার করেন ঢাকা ডমিনেটর্সের জার্সিতে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ছন্দে আছেন।
নিজের পারফর্ম্যান্স নিয়ে আলোচনায় থাকলেও, নির্বাচকদের নজর কাড়তে পারছেন না নাসির। ২০১৮ সালে সবশেষ জাতীয় দলে খেলা নাসিরের মনে তাই এই নিয়ে ক্ষোভ। দল নির্বাচন নিয়ে সন্তুষ্ট না থাকায়, দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারেও ভাবছেন তিনি। যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার কথা চিন্তা করছেন এই ডানহাতি ক্রিকেটার। আপাতত স্থানীয় মাইনর লিগে খেলার কথা ভাবছেন। ভবিষ্যতে সেখানে স্থায়ী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।
দেশের এক গণমাধ্যমকে নাসির বলেন, ‘আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন। আমার কাছে মনে হচ্ছে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরই আমি যুক্তরাষ্টে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলা প্রসঙ্গে নাসির বলেন, ‘এই বিষয়ে এখনই আমি কিছু বলব না। দেখি কি হয়। আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাহলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতে পারি। বিষয়টা এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা