দল নিয়ে সমস্যায় মাশরাফি, একদাশে নিতে পারছেন না সেরা বোলার

0
29

স্পোর্টস ডেস্ক: গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে এ আসরে এখনো জয়ের দেখা পায়নি। দুই ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে মাশরাফি বিন মর্তুজার দলটি।

দ্বিতীয় হার শেষে দল নিয়ে সমস্যা কথাই জানালেন মাশরাফি। নড়বড়ে ব্যাটিংয়ের কারণে দলের সেরা বোলারকে একাদশে নিতে পারছেন না তিনি। সেই বোলার হলেন আফগান ক্রিকেটার রশিদ।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তার একেকটি বল খেলতে ঘাম ছুটেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তিন ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট।

দলের ব্যাটিং নড়বড়ে টিম কম্বিনেশনের কথা চিন্তা করে এই স্পিনারকে খেলাতে পারছেন না কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ নিয়ে আক্ষেপ ঝরেছে মাশরাফির কণ্ঠে।

কুমিল্লার অধিনায়ক মাশরাফি আক্ষেপ নিয়ে বলেন, ‘আমাদের সেরা বোলার আমরা খেলাতে পারছি না। রশিদের কথা বলা যায়। আমাদের টিম কম্বিনেশনে একটু সমস্যা হয়েছে। যদি স্থানীয় খেলোয়াড়রা একটু স্টেপ আপ করতো, তাহলে ১৪০/১৪৫ করলেও রশিদকে আমাদের ভিন্ন বোলিং অ্যাটাকে আনা যেতো।’

কুমিল্লার দলপতি আরও যোগ করেন, ‘আমরা এটা কুলিয়ে উঠতে পারছিনা। কারণ আমাদের স্থানীয় খেলোয়াড়রা ফর্মে আসেনি, একই সঙ্গে বিদেশিরা চাপে আছে। আমরা দলের সঠিক কম্বিনেশন করতে পারছি না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here