দল বাছাইয়ে আমি নাক গলাই নাঃ রমিজ রাজা

0
25

স্পোর্টস ডেস্কঃ একজন বোর্ড প্রধান মানে, সেই দেশের গোটা ক্রিকেটই তার নিয়ন্ত্রণে। উপমহাদেশে এই প্রথা বেশ চালু আছে। সর্বক্ষেত্রেই বোর্ড প্রধানরা নাক গলান। এমনকি দল ও একাদশ নির্বাচনেও। তবে বর্তমানে পাকিস্তানের ক্রিকেট সেটা থেকে বাইরে আছে! এমন বিষয় জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা নিজেই।

রমিজ জানিয়েছেন, পাকিস্তান জাতীয় দলের নির্বাচনে কোনো নাক গলান না তিনি। সেই ব্যবস্থা করে রেখেছেন। একইসাথে সব সিদ্ধান্ত অধিনায়ক-কোচের ওপর ছেড়ে দিয়েছেন। একাধিক অধিনায়ক তত্ত্বেও বিশ্বাসী নন তিনি। খেলোয়াড়দের স্বাধীনতা দিয়ে রেখেছেন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে, ক্রিকেটার কী প্রয়োজন সেটা জানেন তিনি। আর সেগুলোই করে রেখেছেন।

রমিজ বলেন, ‘অধিনায়ক শক্তিশালী না হলে, দল উন্নতি করতে পারবে না। দল বাছাইয়ে আমি নাক গলাই না। এটা আমার অধিকারে আছে, চাইলেই করতে পারি আমি এটা।’

রমিজ আরও বলেন, ‘আমি কৌশলগুলো জানি। আমার ম্যাচ জেতাতে পারে কারা, আমি জানি। আপনি যখন স্বাধীনতা দেবেন, তখনই খেলোয়াড়রা পারফর্ম করে দলকে সামনে নিয়ে যেতে পারবে। সাইডলাইনে বসে ক্রিকেট নিয়ন্ত্রণ করলে তো হবে না। আমরা ইতিবাচক পরিবেশ তৈরি করেছি। সবাই জানে কোনো সমস্যা হলেই আমাকে যেকোনো সময় কল করতে পারে। সাবেক ক্রিকেটার হিসেবে আমি জানি, ক্রিকেটারদের কী কী সমস্যা হতে পারে। সেই অনুযায়ী পরিবেশ করে রেখেছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here