নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শিরোপা পুনরোদ্ধার মিশনে আরও কাছে চলে গেল আবাহনী লিমিটেড। সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আকাশী-নীল শিবির। এই জয়ে আবাহনীর ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট। অপরদিকে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন রূপগঞ্জের সমান ম্যাচে ১৮ পয়েন্ট।
সাভারের বিকেএসপিতে রূপগঞ্জের দেওয়া ২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরু থেকে আক্রমণাত্বক ছিল আবাহনী। ১১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি থেকে আসে ৭২ রান। ৩৩ রান করা ওপেনার এনামুল হক বিজয়ের বিদায়ে ভাঙে সেই জুটি। দলীয় ১০৪ রানের মাথায় আরেক ওপেনার নাঈম শেখ প্যাভিলিয়নের পথ ধরেন। তবে এর আগে তিনি ৫৬ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৫৬ রান করে যান।
তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেন ধ্রুব। ৩৩ রান করা আফিফের বিদায়ে সেই জুটিও ভাঙে। দলীয় দুইশ রান পেরোনের আগে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (৭) ও জাকের আলি অনিক (গোল্ডেন ডাক) প্যাভিলিয়নে ফেরে শঙ্কার মেঘ তৈরি করেন। দলের দুইশ রান পার করে ড্রেসিং রুমের পথ ধরেন জয়ও। তবে এর আগে ৭৬ বলে ৮ বাউন্ডারিতে খেলে ৬৭ রানের দারুণ ইনিংস।
এরপর আর কোনো উইকেট হারাতে দেননি দলের বিদেশি পাকিস্তানের খুশদিল শাহ ও নাহিদুল ইসলাম। দুজনে মিলে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১০ ওভার হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছান। ২২ রান করে খুশদিল ও ১০ রান করে নাহিদুল অপরাজিত থাকেন।
রূপগঞ্জের হয়ে ৭ ওভারে ৩৮ রান খরচায় মুক্তার আলি ৩ উইকেট শিকার করেন। মাশরাফী, তানভীর হায়দার ও আব্দুল হালিম ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে পারেনি রূপগঞ্জ। ৪৭.২ ওভারে ২৩০ রানেই গুঁটিয়ে যায় দলটির ইনিংস। ইনিংসের শুরুতে দলীয় ৩৫ রানে টপ অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটার মুনিম শাহরিয়ার, পারভেজ ইমন ও সাব্বির রহমান আউট হয়ে পড়েন। তবে চতুর্থ উইকেটে ৮১ রানের জুটি গড়ে দলকে রক্ষা করেন ইরফান শুক্কুর ও বিদেশি চিরাগ জনি।
পরবর্তীতে পঞ্চম উইকেটে ইরফান ও জাওয়া রোয়েন এবং ষষ্ঠ উইকেটে অধিনায়ক মাশরাফীর সাথে জাওয়াদের ৪৬ রানের জুটি দলটির মান রক্ষা করে। দলীয় দুইশ পার হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অলআউট হয়ে পড়ে রূপগঞ্জ। দলের পক্ষে ইরফান শুক্কুর সর্বোচ্চ ৭৯ বলে২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন। এছাড়া ৫১ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন চিরাগ জনি। এর বাইরে জাওয়াদ ৪০ ও মাশরাফী ২৬ রানের ইনিংস খেলেন।
আবাহনীর হয়ে পেসার রিপন মণ্ডল ৮.২ ওভারে ৪৫ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেন। খুশদিল শাহ ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post