স্পোর্টস ডেস্ক::বছর তিনেক থেকে আইসিসির টুর্নামেন্টে ধারাবাহিক ভাবে ভালো করছে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-২০বিশ্বকাপ এবং সবশেষ চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে ছিলো আফগানরা। তবে বেরসিক বৃষ্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পণ্ড হয়ে যাওযায় সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়েছে দলটির। আগের দু’টি আইসিসির আসরে ভালো করায় এবার আর ইংলিশদের বিপক্ষে জয়কে কেউ ছোট করে দেখছেন না। লড়াকু মানষিকতার জন্য।
দিনকে দিন উন্নতি করছে আফগানিস্তান। অথচ দেশটির নিজেদের কোনো মাঠ নেই। ঘরের মাঠে খেলতে পারে না আফগান ক্রিকেটাররা। একবার ভারত, একবার দুবাই আবার কখনো শ্রীলঙ্কা এভাবেই এক দেশ থেকে আরেক দৌড়াদৌড়ি করে ক্রিকেট খেলতে হচ্ছে আফগানিস্তানের ক্রিকেটারদের। মেলে না আর্থিক সুবিধাও। বিদেশ ভ্রমণের সময় ৫০ ডলারের বেশি ডি/এ নেন না আফগানিস্তানের ক্রিকেটাররা। বেতনও খুব একটা বেশি নয়। তবুও ময়দানি লড়াইয়ে আফগান ক্রিকেটাররা দুর্দান্ত। সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহার করছেন তারা।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার, ডেল স্টেইন। যিনি এখন কোচ হিসেবে কাজ করছেন। তার বিশ্বাস করেন এভাবে খেলে গেলে আগামী এক দশকের মধ্যে আইসিসির যে কোনো একটি ইভেন্টে চ্যাম্পিয়ন হবে আফগানিস্তান। আফগানদের তাই দিয়েছেন দারুণ পরার্মও। তিনি বলেন, ‘এ জন্য শুধু ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সে আরও বেশি ধৈর্য ধরতে হবে।’
ডেল স্টেইন আরো বলেন ‘আগেরদিনে ফিরে গেলে দেখতে পাবো, অনেক ক্রিকেটার কাউন্টিতে খেলতে যেতো, কিংবা তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে যেতো তাদের স্কিল এবং ধৈর্য বাড়াতে। আমি মনে করি, আমরা এখন এমন এক সময়ে বসবাস করছি, যখন মানুষের মধ্যে ধৈর্য অনেক কম। আমরা ইনস্টাগ্রামে সর্বোচ্চ ২ সেকেন্ড কোনো একটি স্টোরি দেখি। আফগানিস্তান ক্রিকেটারদেরকেও আমার তেমন মনে হয়, যখন তারা ক্রিকেট খেলতে নামে।’
আফগান ক্রিকেটারদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তান ক্রিকেটাররা চায় খুব দ্রুত কিছু করে ফেলতে। এমন একটি বল যেটাতে উইকেট পেতে পারে; কিন্তু তাদের ধৈর্য কম। উইকেট নেয়ার ধৈর্য নেই। একইরকম অবস্থা ব্যাটারদের ক্ষেত্রেও। তারা খুব তাড়াহুড়ো করে। প্রথম ওভার থেকেই ব্যাট চালাতে চায়। প্রথম বলেই চায় ছক্কা মারতে। এভাবেই তারা খেলা চালিয়ে যেতে চায়।’
লঙ্গার ভার্সনে বেশি খেলতে হবে আফগানদের জানিয়ে ডেল স্টেইন বলেন‘আমি দেখছি, তারা বিশ্বব্যাপি অনেক বেশি টি-২০ক্রিকেট খেলছে। এটা অবশ্যই অনেক ভালো। এটা তাদের পকেটে ভালো অভিজ্ঞতা সঞ্চয় করছে। তবে তাদেরকে অনেক বেশি চারদিনের ম্যাচও খেলতে হবে। তাহলে হয়তো তাদের ধৈর্য অনেক বাড়বে। কারণ, ওয়ানডে ক্রিকেট হচ্ছে টেস্ট ক্রিকেটের একটি সংক্ষিপ্ততম ভার্সন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০