স্পোর্টস ডেস্কঃ লজ্জার হারের স্বাদ পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বড় ব্যবধানে হেরেছে ইংলিশরা। মুম্বাইয়ে আগে ব্যাট করে ৩৯৯ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ১৭০ রানের বেশি করতে পারে নি জস বাটলারের দল। ২২৯ রানের রেকর্ডগড়া জয় পেয়েছে এইডেন মার্করামের দল।
ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৩৮ রানে ৪টি আর ৮৪ রানে ৭ উইকেট হারানোর পর ইংলিশদের পরাজয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ২২ ওভারেই গুটিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এদিন ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকসরা।
শেষদিকে দুই পেসার অ্যাটকিনসনের ৩৫ ও মার্ক উডের ৪৩ রান কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে। দক্ষিণ আফ্রিকার গেরাল্ট কোয়েতজি ৩টি, লুঙ্গি এনগিদি আর মার্কো জানসেন নেন দুটি করে উইকেট। এর আগে
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক শুরুতেই ফিরেন। আরেক ওপেনার রেজা তিনে নামা র্যাসি ভ্যান ডার ডুসেনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েন। ফিফটি তুলে নেন দুজনই। ডুসেন অবশ্য ফিফটি ছুঁয়ে আর খুব বেশি দূর আগাতে পারেননি। ৬১ বলে ৬০ রান করে দলের ১২৫ রানের মাথায় থামেন তিনি।
রেজা অবশ্য সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন। তবে তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা শেষমেশ ছুঁতে পারেননি তিনি। ৭৫ বলে ৮৫ রানের ইনিংস খেলে দলের ১৬৪ রানের মাথায় আউট হন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার অসুস্থতায় একাদশে সুযোগ পাওয়া রেজা। ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রাম ৪৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ঝড় তোলেন ক্লাসেন। আরেক প্রান্ত থেকে তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন জানসেন।
মাত্র ৬২ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন ক্লাসেন। কম যাননি জানসেনও। ইংলিশ বোলারদের ওপর চড়াও হয়েছেন তিনিও। শেষদিকে আউট হওয়া ক্লাসেন সাজঘরে ফেরার আগে খেলেছেন ৬৭ বলে ১০৯ রানের অনবদ্য এক ইনিংস। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে ৪২ বলে ৭৫ রান করেন জানসেন। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন রিস টপলি। এছাড়া ২টি করে উইকেট নেন আদিল রশিদ এবং গাস আটকিনসন।