স্পোর্টস ডেস্কঃ ১১ বছরের বায়ার্ন মিউনিখ আধিপত্য শেষে বায়ার লেভারকুসেন জার্মান বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়ন। এবারের লিগের ২৯ ম্যাচের ২৫টিতেই জিতেছে তারা, ড্র করেছে বাকি চারটি। গোল করেছে ৭৪টি, হজম করেছে কেবল ১৯টি। মৌসুমজুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় বেশ কয়েকবার তারা পরাজয় বা পয়েন্ট হারানোর কাছাকাছি ছিল। কিন্তু শেষ দিকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে গেছে শেষ পর্যন্ত। দাপুটে পথচলায় ট্রফি জিততে পারা বাড়তি তৃপ্তি দিচ্ছে দলটির কোচ জাবি আলোন্সোকে।
শিরোপা জয়ের পর আলোন্সো বলেন, ‘আমরা এই মৌসুমে খেলতে চেয়েছিলাম ভালো মানসিকতা নিয়ে এবং ছেলেরা বেশ দ্রুতই একসঙ্গে কার্যকর খেলা শুরু করে দেয়। কয়েকটি ম্যাচ যাওয়ার পর আমরা দেখলাম, এই দলটি সত্যিই দুর্দান্ত ফুটবল খেলতে পারে। তবে এভাবে এই অর্জন (শিরোপা) ছুঁয়ে ফেলা মানে শীর্ষ মানের, অসাধারণ। অবশেষে আমরা বলতে পারছি যে, বায়ার লেভারকুসেন এখন জার্মান চ্যাম্পিয়ন। আমাদের সবার জন্যই এটা বড় সম্মানের। এই দল, এই ক্লাব ও সমর্থকদের এটা দারুণভাবে প্রাপ্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post