স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। মার্সেলো আন্তর্জাতিক এই রেটিং দাবায় রানার্সআপ হয়েছে অনত চৌধুরী।
সুব্রত বিশ্বাস ৭ খেলায় একটিতেও হারেননি। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তিনি অপরাজিত চ্যাম্পিয়ন হন। ছয় পয়েন্ট করে পান অনত চৌধুরী ও আবজিদ রহমান। টাইব্রেকিং পদ্ধতিতে রানার্সআপ হন অনত। তৃতীয হন আবজিদ।
ঢাকায় অনুষ্টিত এই দাবা রেটিংয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। তিনি পেয়েছেন সাড়ে পাঁচ পয়েন্ট।
শেষ রাউন্ডের খেলা আজ বৃহস্পতিবার অনুষ্টিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন সুব্রত পেয়েছেন ২৫ টাকা, রানার্সআপ অনত চৌধুরী পেয়েছেন ১৮ হাজার টাকা। তৃতীয় পুরস্কার ১২ হাজার টাকা পেয়েছেন আবজিদ। আয়োজকেরা ২২জন খেলোয়াড়কে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইজমানি দিয়েছেন। টুর্নামেন্টটিতে অংশ নেন ৮১ জন দাবাড়ু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০