স্পোর্টস ডেস্ক:: দাবার বিশ্বকাপে বাংলাদেশ। আগামি জুলাই-আগস্টে অনুষ্টিত হতে যাওয়া দাবা বিশ্বকাপে অংশ নেবেন বাংলাদেশের দুই দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার ফাহাদ আহমেদ এবং ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস।
এর আগে ২০১৯ দাবা বিশ্বকাপে খেলেছিলেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ আহমেদ। এবার তিনি দ্বিতীয়বারের মতো দাবা বিশ্বকাপে অংশ নিচ্ছেন। সেবার অবশ্য কনিষ্ট দাবাড়ু হিসেবে খেলেছিলেন তিনি। তার বয়স ছিলো মাত্র ১৬ বছর।
আজারবাইজানের বাকুতে অনুষ্টিত হবে আগামি দাবা বিশ্বকাপ। বুধবার এশিয়ান জোনাল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ফাহাদ। এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের টিকিট পেয়েছেন তিনি। নয় ম্যাচে সাড়ে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তার কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয়েছে শরিফ হাসানের।
ফাহাদের মতো এশিয়ান জোনাল চ্যাম্পিযন হয়েছে জান্নাতুল। তিনি এশিয়ান জোনাল দাবায় মহিলা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শেষ রাউন্ডে জান্নাতুল নেপালের লোহানি সুজনার সঙ্গে ‘ড্র’ করেছেন। চ্যাম্পিয়ন জান্নাতুলের পয়েন্ট সাত।
এশিয়ান দাবার নিয়ম অনুযায়ী গ্র্যান্ডমাস্টার বা আন্তর্জাতিক মাস্টার ছাড়া অন্য কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি আন্তর্জাতিক মাস্টার খেতাব পাবেন। মহিলা বিভাগে জান্নাতুল চ্যাম্পিয়ন হওয়ায় তিনিও পেয়ে গেছেন আন্তর্জাতিক মাস্টারের খেতাব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post