স্পোর্টস ডেস্কঃ চলছে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের খেলা। শুক্রবার ১২তম রাউন্ডের খেলায় ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার প্রতিপক্ষ ছিল আরেক গ্র্যন্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। তবে ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন জিয়াউর। লুটিয়ে পড়েন মাটিতে।
এরপরই দ্রুত একটি হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৪৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জিয়াউর। এমন সংবাদে শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্রীড়াঙ্গনে।
বিকাল ৩টায় খেলা শুরু করেছিলেন জিয়াউর। প্রায় ৩ ঘন্টা ধরে খেলছিলেন। জানা গেছে ৫টা ৫২ মিনিটেই লুটিয়ে পড়েন মাটিতে। মিনিট দশেকের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই এমন শোক সংবাদ শোনা যায়। দাবা খেলতে খেলতেই সবাইকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন।
১৯৭৪ সালে জন্মগ্রহণ করেছিলেন জিয়াউর। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। ১৯৯৩ সালে আন্তর্জাতিক আর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং তার (২৫৭০)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post