স্পোর্টস ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের লিগ পর্ব শেষ। রোববার থেকে শুরু হবে প্লে-অফের লড়াই। তবে প্লে-অফ শুরু হওয়ার আগে বিপিএল টিকিটের দাম বাড়ল। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দেখতে গুনতে হবে সর্বনিম্ন ৩০০ টাকা।
রোববার দুপুরে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে শীর্ষ দুই দল সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে (আজ) শনিবার থেকে। গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট পেতে খরচ করতে হবে ২০০০ টাকা।
ভিআইপি স্ট্যান্ডের জন্য লাগবে ১৫০০ টাকা। এছাড়াও ক্লাব হাউজের টিকিটের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের জন্য লাগবে ৪০০ টাকা করে। সর্বনিম্ন মূল্যে টিকিট পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের, যার মূল্য ৩০০ টাকা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ও শের-ই- বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেইট সংলগ্ন টিকেট বুথে বিক্রি হবে টিকিট।
লিগ পর্বের ম্যাচগুলিতে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ২০০ টাকা, সর্বোচ্চ গুনতে হতো ১ হাজার ৫০০ টাকা। এবার সব ক্যাটাগরির টিকিটের দাম বাড়ানো হয়েছে। লিগ পর্বের ম্যাচগুলোর মতো একটি টিকিটেই দেখা যাবে এই দুটি ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০