স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট হারাল লিভারপুল। শনিবার চেলসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে অলরেডরা। লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য রইলো ইয়ের্গুন ক্লপের দল। অন্যদিকে চেলসি একটি ড্র ও দুটি হারের পর গত ম্যাচে জয়ের দেখা পেয়েছিল। এবার আবারও হারাল পয়েন্ট।
এ ড্র’য়ে ১৯ ম্যাচে সমান ৮টি করে জয় ও ৫টি করে ড্র নিয়ে লিভারপুল-চেলসির পয়েন্ট সমান ২৯। গোল ব্যবধানে এগিয়ে আট নম্বরে লিভারপুল ও ১০ নম্বরে চেলসি। তাদের মাঝে আছে ব্রেন্টফোর্ড। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
চলতি মৌসুমে একদমই ছন্নছাড়া লিভারপুল। শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে প্রিমিয়ার লিগের গত আসরের রানার্সআপরা। স্বাভাবিকভাবেই তাই আঙুল উঠছে কোচ ক্লপের দিকে। তবে এসব নিয়ে চিন্তিত নন জার্মান কোচ। বললেন, দায়িত্ব ছাড়ার ভাবনা নেই তার।
এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘হয় কোচের দায়িত্বে বদল আসবে, না হয় অন্যান্য অনেক কিছু পরিবর্তন হবে। এখন পর্যন্ত আমার ভাবনা হলো, কেউ আমাকে চলে যেতে না বললে আমি দায়িত্ব ছাড়ব না। হয়তো অন্যান্য কিছু জিনিস পরিবর্তন করতে হবে। সেগুলো আমরা দেখব, তবে সেসব ভবিষ্যতে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post