দারুণ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে নেওয়া রেডমাইন

0
5

স্পোর্টস ডেস্কঃ প্লে-অফে টাইব্রেকার রোমাঞ্চে পেরুকে হারিয়ে ৩১তম দল হিসেবে কাতার বিশ্বকাপ চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। অবশ্য এই জয়ের নায়ক অস্ট্রেলিয়ান গোলকিপার অ্যান্ড্রু রেডমাইন। যিনি মাঠে নামেন শুটআউটের ঠিক আগে ম্যাট রায়ানের বদলি হয়ে। কৌশলে কাজে লেগে যাওয়ায় দারুণ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে নেওয়ার নায়ক এই গোলরক্ষক।

ম্যাচ শেষে রেডমাইন বলেন, ‘স্টুপিডের মতো কিছু করে বা নিজেকে হাস্যকর করে তুলে যদি আমি ১ বা ২ শতাংশ বাড়তি সুবিধাও পাই, আমার তা করতে আপত্তি নেই। তবে আমার অবদান ছোট্ট। নিজেকে নায়ক বা তেমন কিছু মনে করছি না। দারুণ এক প্রতিপক্ষের বিপক্ষে ছেলেরা ১২০ মিনিট ধরে অসাধারণ লড়াই করেছে।’

রেডমেইন জানালেন, তার কাণ্ড দেখে বিচলিত হয়ে পড়েছিলেন রেফারিও; ‘আমার কৌশলে তিনি নিজেও কিছুটা হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। প্রতিপক্ষকে প্ররোচিত করার জন্য আমাকে হলুদ কার্ড দেখাবেন বলে বার দুয়েক হুমকি দিয়েছেন তিনি। আমি বলেছি, ‘ওরকম কিছু আমি করছি না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here