দারুণ খেলতে থাকা লিটনকে ফেরালেন সুন্দর

0
65

নিজস্ব প্রতিবেদকঃ জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৮৭ রান। ঘরের মাঠে ম্যাচ। দারুণ বোলিংয়ে চনমনে ভাব। তবে শুরুতেই দুই টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয় প্যাভিলিয়নে ফিরে আতঙ্ক বাড়িয়ে দেন। দলীয় ২৪ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ অবশ্য পরবর্তীতে আশার আলো খুঁজে পেয়েছে।

দলের দুই তারকা ব্যাটার লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাটে ভর করে এগোচ্ছিল বাংলাদেশ। সময় যত গড়িয়েছে, ততই সুগম হচ্ছিল জয়ের পথ। তবে তৃতীয় উইকেটে গড়ে উঠা এই জুটি ভেঙেছে ৫০ রানে। দারুণ খেলতে থাকা লিটন প্যাভিলিয়নে ফিরলে, ভাঙে সেই জুটি।

দলীয় ৭৪ রানের মাথায় ড্রেসিং রুমের পথ ধরেন লিটন দাস। ওয়াশিংটন সুন্দরের খানিকটা বাউন্স বল লেগ সাইটে খেলতে গিয়ে, সেটা ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে চলে যায়। আউট হওয়ার আগে ৬৩ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪১ রান করেন লিটন।

লিটনের পর উইকেটে এসেছেন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সর্বশেষ সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান। সাকিব আল হাসান ১৪ ও মুশফিকুর রহিম ২ রানে ব্যাট করছে। জয়ের জন্য বাংলাদেশের আরও প্রয়োজন ৩০ ওভারে ১১০ রান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here