স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে চেলসি। সালজবুর্গের বিপক্ষে চেলসির ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিলো। একের পর এক আক্রমণে দুই দলই ব্যস্ত ছিলো।
সালজবুর্গ গোলরক্ষক ফিলিপ কোনকে বড় পরীক্ষা দিতে হয়েছে। একের পর এক আক্রমণ ঠেকিয়ে ছিলেন। দল হারলেও তিনি ছিলেন দারুণ। বেশ কয়েকটি গোল সেইভ করে দলকে বড় হারের হাত থেকে রক্ষা করেছেন। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। এই জয়ে চেলসিও নিশ্চিত করলো নকআউট পর্ব।
ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় চেলসি। ২৩তম মিনিটে মাতেও কোভাচিচ দারুণ এক গোলে দলকে লিড এনে দেন। প্রথমার্ধে সালজবুর্গ আর ঘুরে দাঁড়াতে পারেনি। চেলসি ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু সালজবুর্গ সমতায় ফেরে। ম্যাচের ৪৮তম মিনিটে জুনিয়র অ্যাডামু গোল করে স্কোর লাইন ১-১ করেন। সমতায় থাকা ম্যাচে এরপরই শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ। ৬৪তম মিনিটে সফল হয়ে যায় চেলসি। দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন কাই হাভার্টজ। তাতে নিশ্চিত হয় চেলসির ২-১ গোলের জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০