স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে লড়ছে বাংলাদেশ দল। তবে টস জিতে ব্যাট করতে নামা টাইগাররা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। ইতিমধ্যেই হারিয়ে বসে আছে ৫ উইকেট। দল ভুগছে ব্যাটিংয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫০ রান ২৯ ওভারে। দারুণ এক ফিফটি হাঁকিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তিনি অপরাজিত ৫৮ রান করে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচেও তিনে নেমে অসাধারণ ফিফটি হাঁকিয়েছেন এই ডানহাতি। তাকে সঙ্গ দিতে এখন উইকেটে আছেন তাওহীদ হৃদয়। তিনি অপরাজিত ৪ রানে।
এছাড়া সদ্যই আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রস্তুতি ম্যাচে প্রথমবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২১ বলে ১টি করে চার ও ছয়ের মারে ১৮ রান করে আউট হয়েছেন তিনি। আদিল রশিদের লো ফুলটস বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে লিয়াম লিভিংস্টোনের ক্যাচে পরিণত হন।
এর আগে এই রশিদের নিচু সারির একটি বলেই বোল্ড আউট হয়ে মাত্র ১৫ বলে ৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। এই দুজনের বিদায়ে চরম বিপদে পড়ে টাইগাররা।
ইনিংসের শুরুটে ব্যাট করতে নেমে ফিরে যান লিটন দাস, রিচ টপলির লেগ সাইডের বল লিটনের গ্লাভসে লেগে বাটলার তালুবন্দি করলে ৫ রান করেই ড্রেসিং রুমে ফিরতে হয় তাকে। যদিও তিনি আউট কিনা প্রশ্নে জেগেছে। কারণ যে গ্লাভসে বল লেগেছে, সেটি ব্যাটের নিয়ন্ত্রণে ছিল না। নিয়মমতে তিনি আউট হন। তবে অনেকটা না জেনেই মাঠ ছেড়ে যান লিটন। রিভিও না থাকায়, সেটি পুনরায় দেখার সুযোগও ছিল না।
১৮ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর উইকেটে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশি সময় টিকতে পারেননি। তিনিও টপলির শিকার হয়ে দলীয় ২৬ আর ব্যক্তিতগত ২ রানে প্যাভিলিয়নের পথ ধরেন।
এরপর ৫২ রানের একটি জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন তানজিদ তামিম ও মিরাজ। দুজনের সেই জুটি ভাঙে তামিমের বিদায়ে। অল্পের জন্য ফিফটি মিস করেন তিনি। এই বাঁহাতি ৪৪ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৫ রান করেন। তবে আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল তামিমের ইনিংসটি। আগের ম্যাচের মতো ধরে রেখেছেন দারুণ ফর্ম। ইংলিশদের শক্তিশালি পেস লাইনআপের সামনে ভড়কে যাননি। দারুণ ব্যাট চালিয়ে জবাব দিয়েছেন।
তামিমের বিদায়ের উইকেট আসেন মুশফিক। তবে তিনি দলীয় ১০৪ রানের মাথায় আউট হন। এরপর ১৩৮ রানের মাথায় বিদায় নেন রিয়াদ। এদিন হৃদয়কে ব্যাট করতে নামানোর পরিকল্পনা ছিল না দলের। তবে বিপদে পড়ে নামানো হয়েছে তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post