দারুণ মনোভাব নিয়ে আজ আমরা খেলেছিঃ সাকিব

0
51

নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ দল। ৬ উইকেটের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এবারই প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ।

এর আগে দুই দলের প্রথম এবং একমাত্র দেখা হয়েছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই দেখায় ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার তাই পরিসংখ্যানে সমতা আনার পাশাপাশি প্রতিশোধও নিয়ে নিল বাংলাদেশ দল।

তবে সব ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ দলের খেলার ধরন। এতদিন ধরে যে ফিয়ারলেস ক্রিকেট, ইমপ্যাক্টফুল ক্রিকেটের কথা বলা হচ্ছিল, তার সবটা মাঠের খেলায় বাস্তবায়ন হয়েছে এই ম্যাচে। ইংলিশদের বিপক্ষে আক্রমণাত্বক ধারায় খেলেছে বাংলাদেশ। এক কথায় দাপট দেখিয়ে ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে টাইগাররা। যা কিনা বেশ প্রশংসা কুড়াচ্ছে।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কন্ঠেও এই নিয়ে আত্মতৃপ্তি দেখা গেছে। সাকিব জানিয়েছেন, দারুণ মনোভাব নিয়ে খেলেছেন আজ তারা। এছাড়াও এই তারকা জানিয়েছেন, শুরুর দিকে জস বাটলারের তাঁর ওই ক্যাচ মিস ছাড়া ফিল্ডিংও সব ঠিক ছিল আজ। নিজেদের পরিকল্পনারমতোই খেলেছেন তারা।

সাকিব বলেন, ‘আমরা দারুণ মনোভাব নিয়ে ম্যাচটা খেলেছি আজ। বোলিংয়ে শুরুটা চাপ থাকলেও, আতঙ্কিত হয়নি। নিজেদের পরিকল্পনায় অটল ছিলাম আমরা। আমার ক্যাচ মিস ছাড়া সবাই অনেক ভালো ফিল্ডিং করেছে।’

বাঁহাতি এই অলরাউন্ডার আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে যত কম ভাবা যায় ততই ভালো। আশা করি এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here