নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শের-ই বাংলায় হোম অব ক্রিকেটে যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানের পুঁজি পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে গড়েছিলেন ১৩৭ রানের দারুণ জুটি। তবে শুরুর দারুণ ব্যাটিং ধরে রাখতে পারেনি ঐতিহ্যবাহী দলটি। ২৮.৩ ওভারে উদ্বোধনী জুটি ভাঙার পর হুট করে ছন্দ হারায় মোহামেডান। ব্যর্থ হন দুই তারকা সৌম্য সরকার (১), মাহমুদউল্লাহ রিয়াদ (৩)।
মাঝে অনুস্তুপ মজুমদার ও আরিফুল হক মিলে গড়েন ৪৫ রানের জুটি। সেই জুটি ভাঙলে ফের বিপদে পড়ে মোহামেডান। শেষ দিকে আরিফুলের ৩৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পায় দলটি। অনুস্তুপ করেন ৩০ রান। সর্বোচ্চ ৮৫ বলে ৭০ রানের ইনিংস খেলেন অঙ্কন। দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ বলে ৬৮ রান করেন অধিনায়ক ইমরুল।
আবাহনীর হয়ে দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। একাই শিকার করেছেন ৪৫ রানে ৪ উইকেট। ২টি করে উইকেট লাভ করেন তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।
২৩৬ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে আবাহনী লিমিটেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা