নিজস্ব প্রতিবেদক:: ব্যাট হাতে আরো একবার ব্যর্থ বাংলাদেশ দল। রান বন্যার উইকেটে টাইগাররা করলো কিনা মাত্র ২৩৬ রান। মাঝারি এই লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ডকে শুরুতেই চেপে ধরেন তাসকিনরা। দারুণ শুরু করেন বল হাতে। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে কোনো রান না দিয়েই তুলে নেন কিউ ওপেনার উইল ইয়ংকে। দলীয় ১৫ রানেই কেন উলিয়ামসকে ফিরিয়ে দারুণ শুরু টাইগার বোলারদের।
তবে বাংলাদেশের এই দুর্দান্ত শুরুটা বেশিক্ষণ টিকেনি। রাচীন রবীন্দ্র একাই ব্যাট হাতে ঘুরিয়ে দিলেন ম্যাচের দিক। তার সেঞ্চুরির কাছেই যেনো হারলো বাংলাদেশ। রবীন্দ্র যখন ফিরলেন, ম্যাচ তখন ব্ল্যাকক্যাপসদের হাতে। ৯ উইকেটে ২৩৬ রান করা বাংলাদেশ হারলো পাঁচ উইকেটের ব্যবধানে।
২৩৭ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড শুরু করে হতাশা জনক ভাবে। ইনিংসের প্রথম ওভারের ষষ্ট বলে কোনো রান সংগ্রহের আগেই ওপেনার উইল ইয়ং পুরো ওভার খেলে শুন্য রানে প্যাভেলিয়েন ফিরেন। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ১৫ রানে তিনে নামা কেন উইলিয়ামসন সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৫ রানে। তৃতীয় উইকেটে ডেভন কনওয়েকে নিয়ে রবীন্দ্র ৫৭ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দেন। ১৬তম ওভারের চতুর্থ কনওয়ে যখন সাজঘরে ফিরেন, নিউজিল্যান্ডের রান তখন ৭২। ছয় চারে ৪৫ বলে ৩০ রান করেন কনওয়ে।
সেঞ্চুরিয়ান রাচীন রবীন্দ্র চতুর্থ উইকেটে টম লাথামকে নিয়ে ম্যাচ বের করে নেন বাংলাদেশের মুঠো থেকে। টাইগার বোলারদের শাসন করে দু’জনে মিলে গড়েন ১২৯ রানের জুটি। রিশাদের বলে রবীন্দ্র যখন সাজঘরে ফিরেন নিউজিল্যান্ডের রান তখন ২০১। ১০৫ বলে ১১২ রানের দুর্দান্ত ম্যাচ জয়ী এক ইনিংস খেলেন তিনি। বার চার ও এক ছক্কায় শতকের ইনিংসটি সাজান এই সেঞ্চুরিয়ান। তার বিদায়ের পর হাফ সেঞ্চুরি করা টম লাথাম ফিরেন রানআউটে কাটা পড়ে। ৪২তম ওভারের চতুর্থ বলে তার বিদায়ে কিউরা হারায় পঞ্চম উইকেট। ৭৬ বলে ৫৫ রানের ইনিংসে তিন বাউন্ডারি হাঁকিয়েছেন এই হাফ সেঞ্চুরিয়ান। ২১ রানে ফিলিপস ও ১১ রান মিচেল ব্রেসওয়েল অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশের হয়ে তাসকিন, মুস্তাফিজ, রিশাদ ও নাহিদ রানরা একটি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ খুব একটা খারাপ শুরু করেনি। দু্ই ওপেনার তানজীদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। নবম ওভারের দ্বিতীয় বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দুই ছক্কা আর এক চারে ২৪ বলে ২৪ রান করা ওপেনার তামিম ফিরেন প্যাভেলিয়নে। তিনে নামা মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক শান্ত। তবে বেশিদূর যায়নি সে জুটি। দলীয় ৬৪ রানে মিরাজের বিদায়ে ভাঙে তাদের জুটি। ইনিংসের ১২তম ওভারের শেষ বলে বিদায়ের আগে মিরাজ একটি করে চার ও ছক্কায় ১৪ বলে ১৩ রান করেন।
তৃতীয় উইকেটে হৃদয়কে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন শান্ত। ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় বলে দলীয় ৯৭ রানের আগেই বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ২৪ বলে ৭ রান করেন হৃদয়। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। শান্ত এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালালেও দলের রানের গতি বাড়েনি।
শতরান পেরিয়েই বাংলাদেশ পরপর হারিয়ে ফেলে আরো দু্ই উইকেট। ফিরে যান দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ১০৬ রানে ব্যক্তিগত ২ রানেই মুশফিক ফিরে যান সাজঘরে। তার বিদায়ের পর অভিজ্ঞ আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ হতাশ করেন দলকে। দলীয় ১১৮ রানে, ২৭তম ওভারের প্রথম বলে ৪ রান করা রিয়াদের বিদায়ে ষষ্ট উইকেট হারায় বাংলাদেশ।
সপ্তম উইকেটে জাকের আলীকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে বিপর্যয় এড়ানোর চেষ্টা করেন অধিনায়ক শান্ত। তবে এবার তিনিও ফিরেন। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ৭৭ রান করে সাজঘরে ফিরেন অধিনায়ক শান্ত। বাংলাদেশ হারায় ষষ্ট উইকেট। নয় বাউন্ডারির ইনিংসটি শান্ত খেলেন ১১০ বলে। জাকের আলী অনিকের ৪৫ রানে কিছুটা লড়াই করে বাংলাদেশ। ৫৫ বলের ইনিংসে তিন চার ও এক ছ্ক্কা হাঁকিয়েছেন তিনি। দুই চার ও এক ছক্কায় রিশাদের ২৫ বলে ২৬ রানে্র ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৩৬ রানে থামে।
নিউজিল্যান্ডের হয়ে মিচেল ব্রেসওয়েল চারটি ও র্রুক ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০