স্পোর্টস ডেস্ক:: দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ কিছুটা ভাল শুরু করেছিলো। তবে হতাশ করেন মাহমুদুল হাসান জয়। তার বিদায়ের পর শান্তকে নিয়ে এগুচ্ছিলেন তামিম ইকবাল। দুর্দান্ত ব্যাট করা এই ড্যাশিং ওপেনার হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতেই ফিরলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২২.৪ ওভারে দুই উইকেটে ৬৮ রান। ১২ রানে অপরাজিত থাকা শান্তকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন দীর্ঘ দিন পর সুযোগ পাওয়া এনামুল হক বিজয়। প্রায় আট বছর পর তিনি ফিরেছেন টেস্ট দলে।
ইনিংসের ১২ ওভার পর্যন্ত নিরাপদেই কাটায় বাংলাদেশ। ১৩তম ওভারের দ্বিতীয় বলে ওপেনার জয় ফিরে গেলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। ৩১ বলে এক চারে ১০ রান করেন এই ওপেনার। তার বিদায়ের পরও অবিচল ছিলেন তামিম ইকবাল। ফিফটি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে তিনি ফিরেন সাজঘরে। দলীয় ৬৮ রানে তার বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। ৪৬ রানের ইনিংসেই তিনি ৯টি বাউন্ডারি হাঁকানা। ৬৭ বল খেলেন এই ওপেনার।
ক্যারিবিয়ানদের হয়ে জোসেপ ও ফিলিপ এখন পর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০