স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের শেষ ম্যাচে দলে সুযোগ পেলেও একাদশে সুযোগ পাননি। এনামুল হক বিজয় নিউজিল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়ে শুরুও করেছিলেন দারুণ। তবে ইনিংস বড় করতে পারেননি। দ্রুতই ফিরেছেন। তার বিদায়ে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।
২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের চতুর্থ বলেই হারিয়েছে প্রথম উইকেট। চার বল খেলে শুন্য রানে সাজঘরে ফিরেছেন সৌম্য। এই ওপেনারের পর আরেক ওপেনার নাজমুল হোসেনও ফিরেন দ্রুত। উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে অধিনায়ক ফিরেন দলীয় ৪৭ রানে ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে। দুই চারে ১৩ বলে ১৫ রান করেছিলেন তিনি।
অধিনায়কের বিদায়ের পর লিটন দাশকে নিয়ে ইনিংস টানতে থাকা বিজয় দারুণ ব্যাট করছিলেন। ৪৩ রানের আশা জাগানো ইনিংস খেলে দলীয় ৮০ রানে তৃতীয় উইকেটে বিদায় হন তিনি। ৩৯ বলের ইনিংস সাজিয়েছেন চার চারে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩.১ ওভারে তিন উইকেটে ৯০ রান। ৬ রানে হৃদয় ও ২০ রানে লিটন দাস অপরাজিত আছেন।
এর আগে তিন দফা বৃষ্টিতে ৫০ ওভারের ম্যাচটি নেমে আসে ৩০ ওভারে। ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট হারানো নিউজিল্যান্ড শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৩৯ রান তুলেছে উইল ইয়াং ও টম লাথামের তৃতীয় উইকেট জুটিতে ১৭১ রানের জুটিতে।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম বলে রাচিন রবীন্দ্রকে সাজ ঘরে পাঠান শরিফুল। শেষ বলে প্যাভেলিয়নের পথ ধরান হেনরি নিকোলাসকে। দু’জনের কেউই রানের খাতা খুলতে পারেননি। ৫ রানের মধ্যে দুই উইকেট হারানো স্বাগতিকরা তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায়। ১৪৫ বলে ১৭১ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টম লাথাম ও উইল ইয়াং। টাইগারদের বোলারদের সাথে বৃষ্টির সঙ্গেও লড়াই করতে হয়েছে কিউ দুই ব্যাটারকে।
শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজে বলে বোল্ড হয়ে অধিনায়ক লাথাম সাজঘরে ফিরলে ভাঙে তাদের জুটি। তবে তার আগেই নয় চার ও তিন ছক্কায় ৭৭ বলে ৯২ রানের দায়িত্বশীল ইনিংষ খেলেন লাথাম। ইনিংসের ২৬তম ওভারের প্রথম বলে দলীয় ১২৬ রানে তার বিদায়ের পর দ্রুতই ফিরেন সেঞ্চুরিয়ান ইয়াং। ১৪ চার ও ৪ ছক্কায় ৮৪ বলে ১০৫ বলের ঝলমলে এক ইনিংস খেলেন ষষ্ট উইকেটে সাজঘরে ফিরেন তিনি। ২০ রান করতে পেরেছেন মার্ক চ্যাম্পম্যান। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
তিন রান আউটের ম্যাচে বাংলাদেশের হয়ে শরিফুল ২টি ও মিরাজ ১টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নপ্র/ডেস্ক/০০
Discussion about this post