দারুণ শুরুর পর ফিরলেন লিটন দাস

0
61

নিজস্ব প্রতিবেদক:: বড় রান তাড়া করতে হলে বড় দ্রুত রান তুলতে হবে। বাংলাদেশ অদিনায়ক লিটন দাস সেই চেষ্টা করছিলেন। কিন্তুু পারলেন না। দারুণ শুরুর পর দ্রুত ফিরেছেন তিনিও।

বাংলাদেশ শুরু করে ওপেনার এনামুল হক বিজয়কে হারিয়ে। ৪১০ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদেশ পঞ্চম ওভারেই হারিয়েছে প্রথম উইকেট। দলীয় ৩৩ রানে সাজঘরে ফিরে গেছেন ওপেনার এনামুল হক বিজয়। ৭ বল খেলে এক ছয়ে মাত্র ৮ রান করেছেন তিনি।

তার বিদায়ের পর লিটনও প্যাভেলিয়নে। ইনিংসের ৮ম ওভারের তৃতীয় বলে দলীয় ৪৭ রানের মাথায় বাংলাদেশ অদিনায়ককে সাজঘরে পাঠিয়েছেন মোহাম্মদ সিরাজ। চার চার ও এক ছয়ে ২৬ বলে ২৯ রান করেছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে দুই উইকেটে ৪৮ রান। ৮ রানে সাকিব আল হাসান ও ১ রানে মুশফিকুর রহিম অপরাজিত আছেন।

মান বাঁচানোর লড়াইয়ে সাগরিকায় ইশান কৃষাণ-বিরাট কোহলিরা রেকর্ড রান তুলে। আগে ব্যাট করা দলটি ৩০৯ রান তুলেছে ৮ উইকেটে। দ্বিতীয় উইকেটে ১৯০ রানের রেকর্ড রানের জুটির সঙ্গে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ রান তুলারও ‘রেকড’ গড়েছে ভারতীয় দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রান ছিলো ৩০৯। ২০০৬ সালের ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা স্বাগতিক বাংলাদশের বিপক্ষে ৭ উইকেটে ৩০৯ রান তুলেছিলো। কুমার সাঙ্গাকারার শতকের ম্যাচটি বাংলাদেশ হেরে যায় ৭৮ রানে।

এবার সফরকারী ভারত তুললো ৮ উইকেটে ৪০৯ রান। লুকেশ রাহুলের দলকে হোয়াইটওয়াশ করতে হলে ৪১০ রান করতে হবে বাংলাদেশকে।

শিখর ধাওয়ানের সঙ্গে কৃষাণ নেমে ছিলেন ইনিংস উদ্বোধন করতে নেমে। ইনিংসের পঞ্চম ওভারেই প্রথম উইকেট হারিয়ে ছিলো ভারতীয় দল। ওই ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজ সাজঘরে পাঠান ওপেনার শিখর ধাওয়ানকে। দলীয় ১৫ রানের মাথায় ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফিরেন ভারতের এই ব্যাটার।

ধাওয়ান ফিরে গেলেও সাগরিকায় নেমেই বিধ্বংসী শুরু ইশাণ কৃষাণের। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ছাড়লেন তিনি। ১৪ চার আর ২ ছক্কায় ৮৫ বলে শতক হাঁকিয়ে আরো ভয়ঙ্কর হলে উঠলেন। পেসার তাসকিন সাজঘরে পাঠিয়েছেন ভারতের এই ব্যাটারকে। তার আগে ২৪ চার আর ১০ ছয়ের শৈল্পিক ইনিংসে ১৩১ বলে নামে পাশে যোগ করে নেন ২১০ রান। ইনিংসের ৩৬তম ওভারের পঞ্চম বলে কৃষাণকে তাসকিন থামান ভারতের দলীয় ৩০৫ রানে।

কৃষাণের পর উইকেটে আসা শ্রেয়ার্স আয়ারকে সফল হতে দেননি এবাদত। ৩৯তম ওভারের প্রথম বলে দলীয় ৩২০ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ৬ বলে ৩ রান করে সাজঘরে ফিরেন শ্রেয়ার্স আয়ার। তবে বিরাট কোহলি শতক হাঁকিয়ে ব্যাট করছেন।

শ্রেয়ার্স আয়ারের পর দ্রুত আরো দুই উইকেট হারায় ভারত। ইনিংসের ৪১তম ওভারের পঞ্চম বলে লুকেশ রাহুলকে সাজঘরে পাঠান এবাদত। দলীয় ৩৪৪ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। ১০ বলে ৮ রান করেন ভারত অধিনায়ক। এরপরই সাকিব বিরাট কোহলিকে ফেরত পাঠান প্যাভেলিয়নে। ৪২তম ওভারের প্রথম বলে ৩৪৪ রানেই পঞ্চম উইকেটে কোহলি ফিরেন। ১১ চার ও ২ ছক্কায় ৯১ বলে ১১৩ রানের এক ইনিংস খেলেছেন তিনি।

ওয়াশিংটন সুন্দর ২০ বলে করেছেন ৩৭ রান। ১৭ বলে ২০ রান করেছেন অক্ষর প্যাটেল। ভারত শেষ পর্যন্ত থেমেছে ৮ উইকেটে ৪০৯ রানে।

বাংলাদেশের হয়ে সাকিব ৬৮ রানে ২টি, এবাদত ৮০ রানে ২টি ও তাসকিন ৮৯ রানে ২টি করে উইকেট লাভ করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here