দারুণ শুরুর পর সাজঘরে ফিরলেন শান্ত

0
40

স্পোর্টস ডেস্ক:: আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত দারুণ শুরুর পর ফিরলেন। দ্রুত প্রথম উইকেট হারানোর পর তামিমের সঙ্গী হয়ে ছিলেন তিনি। দলীয় অর্ধশতকের পরেই সাজঘরে ফিরেছেন এই ব্যাটার।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ তৃতীয় ওভাের তৃতীয় বলে দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায়। ১৪ বলে ৪ রানে সাজঘরে ফিরেন অভিষিক্ত রনি তালুকদার। তার বিদায়ের পর ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে দলীয় ৬৭ রানের মাথায় শান্ত প্যাভেলিয়নে ফিরেছেন। সাত চারে ৩২ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৩.২ ওভারে দুই উইকেটে ৮৭ রান। ২২ রানে তামিম ইকবাল ও ১৩ রানে লিটন দাস অপরাজিত আছেন।

সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ফিল্ডিংযের সিদ্ধান্ত নেন। তিন পরিবর্তনের একাদশ নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে দুই অভিষেক করানো হয়েছে। সুযোগ পেয়েছেন রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরি। এর মধ্যে এই প্রথম বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয়।

একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে তিন পরিবর্তন বাংলাদেশের একাদশে। দলে নেই কোনো বাঁহাতি পেসার। মৃত্যুঞ্জয়কে অলরাউন্ডার হিসেবে গণ্য করা হলে, ৯ ব্যাটার আর চার পেসার নিয়ে বাংলাদেশের একাদশ সাজানো হয়েছে।

তিন পরিবর্তনের একাদশে ইনজুরির কারণে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। এদিকে আয়ারল্যান্ড নিজেদের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশ থেকে বাদ পড়েছেন গ্রাহাম হিউম। তার পরিবর্তে একাদশে এসেছেন ক্রেইগ ইয়ং।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, রনি তালুকদার তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরি, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও ক্রেইগ ইয়ং।

এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here