স্পোর্টস ডেস্কঃ রাঁচি টেস্টে শনিবার ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমেছে ৩৫৩ রানে। এরপর ব্যাটিংয়ে নামা ভারত ৭ উইকেট হারিয়ে ২১৯ রান নিয়ে দিন শেষ করেছে। এখনও ১৩৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫৩ রানের জবাবে ভারত একটা সময় বেশ ভালো অবস্থানেই ছিল। ২ উইকেটে তুলে ফেলেছিল ১১২ রান। সেখান থেকে শোয়েব বশিরের ঘূর্ণিতে লড়াইয়ে ফেরে বেন স্টোকসের দল। ক্রিজে ৩০ রানে অপরাজিত থাকা ধ্রুব জুরেলের সঙ্গী কুলদীপ যাদব ১৭ রানে অপরাজিত আছেন।
শুরুতেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায় ভারত। ইনিংসের তৃতীয় ওভারে জেমস অ্যান্ডারসনের শিকার হন রোহিত (২)। এরপর শুভমান গিলকে নিয়ে প্রতিরোধ গড়েন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় উইকেটে ৮২ রান যোগ করেন তারা। গিল ৩৮ করে বশিরের ঘূর্ণিতে এলবিডব্লিউ হন। এরপর আরও কয়েকটি জুটি গড়ার চেষ্টা করেছেন জয়সওয়াল। কিন্তু রজত পাতিদার (১৭), রবীন্দ্র জাদেজারা (১২) সেট হয়ে আউট হয়ে যান। টানা দুই ওভারে এই দুই উইকেট তুলে নেন বশির।
বশিরের শিকার হন জয়সওয়ালও। ১১৭ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৩ রান করে বোল্ড হন বাঁহাতি এই ওপেনার। হার্টলের স্পিনে সরফরাজ খান ফেরেন ১৪ করে। এরপর রবিচন্দ্রন অশ্বিনও (১) হার্টলের শিকার হলে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে ভারত। সেখান থেকে শেষ বিকেলে প্রতিরোধ গড়েছেন উইকেটরক্ষক জুরেল আর লোয়ার অর্ডারের কুলদীপ। জুরেল ৩০ আর কুলদীপ ১৭ রানে অপরাজিত আছেন। এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিত শর্মারা। ইংল্যান্ডের ৩৫৩ রান টপকে লিড নেয়া কঠিন হবে ভারতের পক্ষে। রোববার থেকে আবার আছে বৃষ্টির পূর্বাভাসও। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post