নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর টেস্টের প্রথম দিনে পড়ল ১২ উইকেট। আয়ারল্যান্ড ২১৪ রানে গুঁটিয়ে যায় নিজেদের প্রথম ইনিংসে। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে প্রথমদিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনের শেষ বলে উইকেট দিয়েছেন ওপেনার তামিম ইকবাল।
দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে নেমে গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছেন। ফিল্ডিং করতে গিয়ে হাতে আঘাত পেলেও তামিম ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন। তবে ২১ রানের বেশি করতে পারেন নি এই বাঁহাতি ব্যাটার।
অফ স্পিনার অ্যান্ড্রু ম্যাকব্রিনির বল ডিফেন্স করতে চেয়েছিলেন তামিম। তবে ক্যাচ চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সহজ ক্যাচ নেন মার্ক অ্যাডায়ার। ভাঙে তিনে নামা মুমিনুল হকের সাথে ৫৫ বল স্থায়ী ৩২ রানের জুটি। আউট হওয়ার আগে ৩৬ বলে এক ছক্কা ও দুই চারে ২১ রান করেন তামিম।
এর আগে প্রথম ওভারেই ফিরে যান শান্ত। অ্যাডায়ারের বলে বোল্ড হন এই বাঁহাতি। ভুল শট খেলতে গিয়ে বিপদ ডেকে আনের তিনি। বল ব্যাটের কানায় লেগ তাঁর স্টাম্প ভেঙে ফেলে। গোল্ডেন ডাকের তেতো স্বাদ নিয়ে সাজঘরে ফেরেন শান্ত। তাঁর বিদায়ের পর নামা মুমিনুল দিন শেষে অপরাজিত আছেন ১২ রানে।
এর আগে মিরপুর টেস্টে বল হাতে দ্যুতি ছড়ান তাইজুল ইসলাম। ৫ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে থাকা আইরিশরা অলআউট হয় ২১৪ রানে। তাইজুলের ৫ শিকার ছাড়াও দুইটি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজ।
প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান করে আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতে দলীয় ১১ রানের মাথায় মুরে কমিসকে ফেরান পেসার শরিফুল ইসলাম। বাঁহাতি পেসে এলবিডব্লিউতে শিকার করেন উইকেট। দলীয় ২৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।
এবাদত হোসেনের পেসে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার জেমস ম্যাককালাম। ৩৪ বলে ১ বাউন্ডারিতে ১৫ রান করে যান তিনি। দলীয় রান ৫০ পেরোনোর আগে অধিনায়ক অ্যান্ড বালবার্নিও আউট হয়ে যান। ৫০ বল খেলে ১৬ রান করেন তিনি। তাইজুল ইসলামের এলবিডব্লিউর ফাদে পড়েন এই টপ অর্ডার ব্যাটার।
এরপরই হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার মিলে জুটি গড়েন ৭৪ রানের। ৯২ বলে ৫০ রান করে টেক্টর ফিরলে ভাঙে এই জুটি। ৮০ বলে ৬টি চার ও ১টি ছয়ে তিনি ফিফটি করেন। টেক্টর প্রথম আইরিশ ক্রিকেটার যিনি টেস্ট অভিষেকে ফিফটির কীর্তি গড়েন।
টেক্টর সাজঘরে ফেরার পর ৮ বলের বেশি টিকতে পারেন নি পিটার মুর। তাইজুলের বলে আউট হওয়ার আগে মাত্র ১ রান করেন তিনি। এরপর তাইজুল ফেরান ক্যাম্ফারকে। ৭৩ বলে ৩৪ রান করেন তিনি। একটি করে চার ও ছক্কায় ৫৫ বলে ১৯ রান করেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন। এবাদতের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন তিনি।
প্রথম দুই সেশনে বোলিং করেন নি সাকিব আল হাসান। অবশেষে তৃতীয় সেশনের মাঝামাঝি সময়ে বোলিংয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। আয়ারল্যান্ড ইনিংসের ৬৬তম ওভারটি মেডেন নেন তিনি। এরপর লরকান টাকারকে বেশি দূর যেতে দেন নি তাইজুল। ৩৭ রানে স্টাম্পড হন আইরিশ কিপার-ব্যাটসম্যান।
মার্ক অ্যাডায়ারকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হন আইরিশ লোয়ার অর্ডার ব্যাটসম্যান। টেস্টে এটি ১১তম ৫ উইকেট শিকার তাইজুলের। জবাব দিতে নেমে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। এখনো স্বাগতিকরা পিছিয়ে ১৮০ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০