দিনের শেষ বলে মামুদুল্লাহ’র আত্মহুত্তি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

    0
    17

    স্পোর্টস ডেস্ক: ভালো শুরুর পর মধ্যখানে ছোট্ট একটা ঝড়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দেখে শুনেই এগুচ্ছিলেন তামিম ইকবাল-ইমরুল কায়েস। দুই ওপেনার মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৫ রান।

    দলীয় সংগ্রহ ৬৫ রানে গিয়েই একটা ছোট্ট ধাক্কা খায় টাইগাররা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তামিম ইকবাল ৪০ রান করে ফিরে যান সাজঘরে। তামিমকে প্যাভালিয়ানে পাঠিয়ে প্রথম টেস্ট উইকেট পান জাফর আনসারি।

    তামিমের বিদায়ের পর উইকেটে সেই সাজঘরে যান প্রথম ইনিংসে অর্ধশতক হাঁকানো মুমিনুল হক। বিনা উইকেটে ৬৫ থেকে দুই উইকেটে ৬৬। আবারো প্রথম ইনিংসের শেষ ৪৯ রানে ৯ উইকেট হারানো শঙ্কা জেগে উঠা।

    তবে সে শঙ্কা মাহমুদুল্লাহকে নিয়ে কাটিয়েই উঠেন ইমরুল কায়েস। শুরুর বিপর্যয় সামাল দিয়ে বড় সংগ্রহের পথেই এগুতে থাকে বাংলাদেশ। কিন্তুু দিনের শেষ বলে মাহমুদুল্লাহ নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন।

    তৃতীয় উইকেট জুটিতে ইমরুল-মাহমুদুল্লা এই দুই ব্যাটসম্যান মিলে যোগ করেন ৮৬ রান। কিন্তুু শেষ বলে আত্মহত্যার দায়টাও তাকেই নিতে হবে! দিনের শেষ বলে জাফর আনসারির বলে দায়িত্বজ্ঞানহীন শটে সাজঘরে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। অর্ধশতক থেকে তিন রান দূরে থাকতেই নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। দিন শেষে ৫৯ রান করে অপরাজিত আছেন ইমরুল কায়েস।

    ইংল্যান্ডকে ২৪৪ রানে অল আউট করার পর বাংলাদেশ জবাব দিতে নেমে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে তুলেছে ১৫২ রান। লিড ১২৮ রানের। টেস্টের তৃতীয় দিন আগামিকাল রোববার আবারো ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। দিনে শুরুটা ভাল করে লিড যত এগিয়ে নিবে বাংলাদেশ, ততই ম্যাচের নিয়ন্ত্রন চলে আসবে বাংলাদেশের হাতে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here