নিজস্ব প্রতিবেদকঃ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই হারার মূল কারণ ব্যাটিং দৈন্যতা। তবে প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে তুলনামূলক ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ শিবির। কিন্তু তবুও আশানুরূপ ছিল না। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না দল।
যদিও দলের উন্নতিতে খুশি বাংলাদেশ। ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক জানিয়েছেন, দিন উন্নতি হচ্ছে বাংলাদেশ দলের। শেষ এক বছরে কিছুটা স্লো উইকেটে খেলেছে টাইগ্রেসরা। সেখান থেকে হুট করে তুলনামূলক পেস বান্দব উইকেটে খেলায় সমস্যা তৈরি হয়েছে। মানিয়ে নিতে সময় লাগছে ক্রিকেটারদের। একইসাথে জানিয়েছেন দল এখন একা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উপর নির্ভর করে থাকে না।
ফারুক বলেন, ‘শেষ এক বছরে যে সিরিজগুলো খেলেছি, ট্রিকি উইকেটে খেলেছি। এখন যেহেতু প্লাসিড উইকেট, কোপ আপ করতে একটু সমস্যা হচ্ছে। তবে ভালো করছে, দিন দিন। প্রথম ম্যাচে ১০০’র মতো করেছিলাম, শেষ ম্যাচে ১২০’র মতো করেছি।’
ফারুক আরও বলেন, ‘আরেকটা ইতিবাচক দিক হচ্ছে, জ্যোতির ওপর নির্ভর করি। তবে সে ছাড়াও অন্যরা গতকাল অন্যরা রান করেছে। সেটা আছে একটু নির্ভরতা। সবারই সামর্থ্য আছে। সময় দিলে বাকিরাও মানিয়ে নেবে। দিলারা, সোবহানা ভালো শুরু করেছে। ছোট ছোট জিনিসগুলা যদি বড় হয়, সেগুলো মিটে যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post