নিজস্ব প্রতিবেদকঃ উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় দিনের প্রথম সেশনে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে দ্বিতীয় চারদিনের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকরা গুঁটিয়ে যাওয়ার আগে করেছে ২৩৭ রান। লড়াকু ফিফটি করেছেন শাহাদাত হোসেন দিপু।
বুধবার সকালে ৫ উইকেটে ১৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন দিপু ও নাঈম হাসান। তবে প্রথমদিনের মতো আজও শুরুটা ভালো হয় নি বাংলাদেশের। নাঈম ফিরে যান ৫ রান যোগ করতেই। ব্যক্তিগত ১৭ রানে আউট হন তিনি। সঙ্গী হারালেও একপ্রান্ত আগলে ব্যাট করেন দিপু। তানভীর ইসলামকে নিয়ে স্ট্রাইক নিয়ে খেলেন এই ডানহাতি।
বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নবম ফিফটির দেখা পান দিপু। ক্যারিবিয়ান পেসার জেয়ার ম্যাকঅ্যালিস্টারকে এক ওভারে চার-ছক্কা হাঁকিয়ে ৯৯ বলে ফিফটি করেন তিনি। থার্ডম্যান অঞ্চল দিয়ে ছক্কা হাঁকিয়ে ফিফটির পর একপ্রান্ত আগলে খেলেছেন এই ডানহাতি ব্যাটার। লাল বলের ক্যারিয়ারে নবম ফিফটির পর দিপু আরও ২৩ রান যোগ করেন নিজের নামের পাশে। শেষ পর্যন্ত ১০ চার ও ২ ছক্কায় ৭৩ রান করেন দিপু। বল খেলেছেন ১২৪টি।
উইন্ডিজের হয়ে ৫ উইকেটের দেখা পেয়েছেন পেসার আকিম জর্দান। ৪৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ ও কেভিন সিনক্লেয়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০