দিলশান মাদুশঙ্কার টেস্ট অভিষেক

0
67

স্পোর্টস ডেস্কঃ কলম্বো টেস্টে অভিষেক হলো দিলশান মাদুশঙ্কার। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন তিনি। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। সিরিজে স্বাগতিকরা পিছিয়ে আছে ১-০ ব্যবধানে। প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নেয় সফরকারী পাকিস্তান।

মাদুশঙ্কা প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র নয়টি ম্যাচ খেলেছেন। তবে বাঁহাতি এই পেসার মাত্র কয়েক ম্যাচেই নিজের প্রতিভার প্রমাণ দেয়াতে লঙ্কান টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করছে যে তরুণ পেসারকে লাল বলের ক্রিকেটে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। সেই ভাবনা থেকেই অভিষেক হয়ে গেলো মাদুশঙ্কার।

এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে দুশমন্থ চামিরার চোটে দল থেকে ছিটকে গেলে মাদুশঙ্কা দলে জায়গা পেয়েছিলেন। টুর্নামেন্টের শেষ দিকে দলে যুক্ত হলেও পারফরম্যান্স দিয়ে ছাপ রেখেছিলেন বাঁহাতি এই পেসার। শ্রীলঙ্কার ট্রফি জয়ে অবদানও রেখেছিলেন তিনি।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, আগা সালমান, নোমান আলী, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here