দিল্লিতে বাংলাদেশের পর শ্রীলঙ্কার অনুশীলন বাতিল

0
12

নিজস্ব প্রতিবেদকঃ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার বিকেল আড়াইটায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। তবে এই ম্যাচের আগে এখনও অনুশীলন করতে পারে নি দু’দল! মূলত দিল্লির বায়ুদূষণের কারণে ক্রিকেটারদের অনুশীলন বাতিল করেছে দুই দলের ম্যানেজমেন্ট। শুক্রবার অনুশীলন করে নি সাকিব আল হাসানরা। শনিবার লঙ্কানদের নির্ধারিত অনুশীলনও বাতিল করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু দিল্লির বিভিন্ন জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৪০০ টপকে গিয়েছিল। যে কারণে বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করে স্থানীয় সরকার। সতর্কতা হিসেবে দুই দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়। বিধিনিষেধ আরোপ করা হয়েছে নির্মাণ কাজ ও যান চলাচলের ওপর।

অনুশীলন বাতিল প্রসঙ্গে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেছেন, ‘আজ (গতকাল) আমাদের অনুশীলনের সূচী ছিল। কিন্তু এত খারাপ আবহাওয়ার জন্য অনুশীলনের ঝুঁকি নেই নি। আমাদের হাতে আরও দুই দিন আছে প্রস্তুতির জন্য। আমাদের কয়েকজন ক্রিকেটারের কাশী রয়েছে। এই পরিস্থিতিতে অনুশীলনে নামাটা ঝুঁকি হয়ে যেত। এই মুহূর্তে কেউ অসুস্থ হয়ে পরুক সেটা আমরা চাই না। আমরা জানি না যে এই পরিস্থিতিত উন্নতি হবে কিনা। তবে আমাদের আরও দুই দিন প্রস্তুতির সূচী রয়েছে। আগামী ৬ নভেম্বর আমাদের সমস্ত ক্রিকেটারদের সুস্থভাবে চাই।’

এদিকে ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘আইসিসি এবং আয়োজক বিসিইসআই সব অংশগ্রহণকারীদেরই সমানভাবে দেখছে এবং তারা দিল্লির বায়ুদূষণ পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি সামলাতে আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি।’ ক্রিকইনফোর পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচের দিন দিল্লির বায়ুদূষণ কোন পর্যায়ে থাকে তা ম্যাচ অফিসিয়ালসরা পর্যবেক্ষণ করবেন এবং পরিবেশ ম্যাচ খেলার জন্য উপযুক্ত থাকে কিনা এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here