দিল্লির একাদশে জায়গা হলো না মুস্তাফিজের

0
61

স্পোর্টস ডেস্কঃ প্লে-অফে খেলার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে থাকা দিল্লি ক্যাপিটালস নিজেদের নবম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে কিছুক্ষণ পরই। গুজরাট টাইটান্সের বিপক্ষে সেই ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। গুজরাটের ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সেই ম্যাচের আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। আর সেই টস জিতেছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টস হারলেও, পছন্দ অনুযায়ী আগে ফিল্ডিংই করতে নামছে হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স।

এই ম্যাচেও দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের এই পেসার আসরে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। দুই ম্যাচ খেলে, দুটিতেই বেশ খরুচে ছিলেন বাঁহাতি তারকা। যার ফলে একাদশ থেকে বাদ পড়েন ফিজ। একাদশ থেকে বাদ পড়ার পর এবার টানা চার ম্যাচ ধরে জায়গা পাচ্ছেন না।

তবে একাদশে দিল্লি দুটি পরিবর্তন এনেছে। অসুস্থতাজনিত কারণে ম্যাচটিতে খেলছেন না মিচেল মার্শ। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রাইলি রুশো। এছাড়া বোলিং ইনিংসে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নামবেন পেসার খলিল আহমেদ।

এদিকে গুজরাটের একাদশে না থাকলেও, ইমপ্যাক্ট সাব লিস্টে আছেন শুভমান গিল। ফিল্ডিং না করে, তিনি গুজরাটের ইনিংসে ব্যাটিং করতে নামবেন।

দিল্লি ক্যাপিটালস একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট, মনিষ পাণ্ডে, রাইলি রুশো, প্রিয়ম গার্গ, অক্ষর প্যাটেল, রিপল প্যাটেল, আমান খান, অ্যানরিখ নরকিয়া, কুলদীপ যাদব ও ইশান্ত শর্মা।

গুজরাট টাইটান্স একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেভাটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি, মোহিত শর্মা ও জশ লিটল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here