স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসর মোটেও ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ হার দেখেছে দলটি। নিজেদের ষষ্ঠ ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে ডেভিড ওয়ার্নারের দল। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই দিল্লির। এদিকে ২ ম্যাচে সুযোগ পেয়েও দলকে জয় এনে দেওয়ার মতো পারফর্ম করতে পারেন নি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। নিজের প্রথম ম্যাচে ‘মন্দের ভালো’ বিবেচনাতেই এই বাঁহাতি পেসার সুযোগ পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। তবে তাঁর সেই দিনটি ছিল ভুলে যাওয়ার মতোই। ৩ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি। ওভারপ্রতি ১৩.৭০ করে রান দিয়েছিলেন, যা দিল্লি বোলারদের মধ্যে সর্বোচ্চ।
বাজে পারর্মেন্সের কারণে মুস্তাফিজকে দিল্লির একাদশ থেকে বাদ দেওয়ার কথা বলছেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে এই সাবেক ক্রিকেটার বলেছেন, ‘আমি দলে দুটি পরিবর্তন দেখতে চাই। কৌশলগত পরিবর্তন এনে অক্ষর প্যাটেলকে আগে ব্যাটিংয়ে পাঠাও। আর মুস্তাফিজের জায়গায় রাইলি রুশোকে খেলাও।
দিল্লি একাদশে তিনজন বিদেশি ব্যাটার চান আকাশ। যদিও একাদশে তিন বিদেশি ব্যাটার নিয়ে আসরের শুরুতে খেলেছে দলটি। কিন্তু জয় পায় নি। ডেভিড ওয়ার্নার-রাইলি রুশো-মিচেল মার্শ নিজেদের মেলে ধরতে পারেন নি। তবে আবার দলটির একাদশে তিন বিদেশি ব্যাটার চান আকাশ, ‘তিনজন বিদেশি ব্যাটসম্যান খেললে এই দলটার ভালোই হতে পারে। বিদেশি একমাত্র বোলার হিসেবে থাকবেন আনরিখ নরকিয়া, বাকি সব বিদেশি ব্যাটার। বোলিং তাদের ঠিকঠাকই আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০