স্পোর্টস ডেস্কঃ আইপিএলে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। গতরাতে নিজেদের সপ্তম ম্যাচে ৭ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রান করে দিল্লি। সর্বোচ্চ ৩৪ রান করে করেন মানিশ পান্ডে ও অক্ষর প্যাটেল।
জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান করে ম্যাচ হারে হায়দ্রাবাদ। দিল্লির অক্ষর প্যাটেল ও অ্যানরিখ নরকিয়া ২টি করে উইকেট নেন। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে ম্যাচ সেরা হন অক্ষর। ১৪৪ রানের পুঁজি নিয়ে ৭ রানের জয়ে বোলারদের কৃতিত্ব দিচ্ছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, ‘ম্যাচটি আমাদের কাছে চ্যালেঞ্জের ছিল। আমাদের জন্য দু’টি পয়েন্ট পাওয়া দুর্দান্ত বিষয়। চাপের মাঝে মুকেশ দুর্দান্ত বোলিং করেছে। এছাড়াও দুই স্পিনার (কুলদীপ যাদব-অক্ষর প্যাটেল) ভালো বল করেছে। ওরা আমাদের দলে ‘ডায়মন্ড’। এই দুই স্পিনারই অভিজ্ঞ বোলার, তারা কখনই আপনাকে হতাশ করবে না।’
অক্ষর ৪ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আর কুলদীপ ৪ ওভারের বোলিং স্পেলে খরচ করেছেন ২২ রান। উইকেট পেয়েছেন ১টি। শেষ ওভারে জয়ের জন্য হায়দ্রাবাদের ১৩ রান দরকার ছিল। ওয়ার্নার বল তুলে দেন মুকেশের হাতে। অধিনায়কের ভরসার যোগ্য মর্যাদা দিয়েছেন এই বোলার। শেষ ওভারে মাত্র ৫ রান দেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০