স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার উইঙ্গার ডি মারিয়া আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের কোপা খেলেই অবসরে যাবেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে কোপার ফাইনাল দিয়েই বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন ডি মারিয়া। সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয়ের পর মারিয়া জানিয়েছেন তার সতীর্থের কাছ থেকে ভালোবাসা পাওয়ার কথা। মারিয়া এটাও জানিয়েছেন, অবসরের সিদ্ধান্তটা পাল্টাবেন না তিনি।
তবে অভিজ্ঞ ফরোয়ার্ড দি মারিয়ার ব্যাপারে এখনই হাল ছাড়ছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ আরও কিছু দিন দি মারিয়াকে দলে দেখতে চান। যদিও নিজের সিদ্ধান্তে এখন পর্যন্ত অনড় আছেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। গত অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী কোপা আমেরিকা দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চান তিনি। এদিকে দি মারিয়াকে নিয়ে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, ‘দি মারিয়ার ব্যাপারে কেমন অনুভূতি তা আপনারা জানেন। আমরা তাকে প্রয়োজনের আগে অবসরে দেখতে চাই না। আমরা বিষাদ অনুভব করতে চাই না। তাকে খেলতে দিতে হবে। এরপর দেখা যাক আমরা তাকে আরও কিছু দিন আমাদের সঙ্গে থাকতে রাজি করা পারি কিনা। আপাতত সে এখানে আছে এবং তাকে সময়টা উপভোগ করতে দিতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post