স্পোর্টস ডেস্কঃ চলতি জুনে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নেদারল্যান্ডস। সবগুলো ম্যাচই হবে ডাচদের মাঠ অ্যামস্টেলভিনে। আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট।
১৭ জুন থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের দলে নেওয়া হয়েছে নয় বছর আগে সবশেষ ওয়ানডে খেলা ব্যাটসম্যান টম কুপারকে। এই ব্যাটসম্যান সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৩ তে আয়ারল্যান্ডের বিপক্ষে আমস্টারডামে। জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেনব ২০১৬ তে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায়, প্রতিপক্ষ সেই আয়ারল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের প্রাথমিক দল:
পিটার সিলার (অধিনায়ক), স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক), মুসা আহমেদ, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, ফিলিপ বোয়েসেভেইন, টম কুপার, আরিয়ান দত্ত, ক্লেটন ফ্লয়েড, ভিভিয়ান কিংমা, ফ্রেড ক্ল্যাসেন, রায়ান ক্লেইন, বাস ডি লিড, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংল, বিক্রমজিৎ সিং এবং শেন স্নাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০